

রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায় প্রয়াত। মল্লিকবাজারের কাছে এক বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন এই বাম নেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল মানব মুখার্জির। প্রথমবার রক্তক্ষরণ হয়েছিল কয়েক মাস আগে। দীর্ঘ কয়েক মাস হাসপাতালে থাকার পর সুস্থ হলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি বাম আমলের দুবারের মন্ত্রী। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, তখনই মানুষজনকে চিনতে পারতেন না তিনি।
এরপর সম্প্রতি ফের মস্তিষ্কে রক্তক্ষরণ হয় বাম নেতার। মল্লিক বাজারের কাছে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গত ২৫ নভেম্বর বাড়ি নিয়ে যাওয়া হয় তাঁকে। বাড়িতেই আজ সকাল ১১টা ১০মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি।
সিপিআইএম ও প্রাক্তন মন্ত্রীর পরিবার সূত্রে জানা গেছে, আজ চোখদানের পর পিস ওয়ার্ল্ডে তাঁর মরদেহ রাখা হবে। বুধবার, ৩০ নভেম্বর সকাল ১০ টায় সেখান থেকে বেরিয়ে বেলেঘাটা পূর্বতন জোন অফিসে নিয়ে যাওয়া হবে দেহ। সকাল ১১টায় সিপিআইএম-এর রাজ্য দফতর এবং ১১টা ৩০ মিনিটে জেলা দফতরে নিয়ে যাওয়া হবে। দুপুর ১২টা ৩০ মিনিটে মিছিল করে কলকাতা মেডিকেল কলেজে গিয়ে দেহদান করা হবে।
১৯৯১ সালে বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে প্রথম ভোটে দাঁড়িয়ে ছিলেন তিনি। প্রথম বারেই বিধায়ক হন তিনি। ২০১১ সাল পর্যন্ত এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। দু’বার মন্ত্রী হয়েছিলে। প্রথম বার তথ্যপ্রযুক্তি মন্ত্রী হয়েছিলেন। পরে পর্যটন মন্ত্রী হয়েছিলেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন