

আরজি কর কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে লালবাজার অভিযানের ডাক দিয়েছে সিপিআইএম। আগামী ৯ সেপ্টেম্বর এই কর্মসূচি নিয়েছে বামেরা।
গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে ৩১ বছর বয়সী এক ট্রেনি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। আগামী ৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার একমাস পূরণ হচ্ছে সেই নৃশংস হত্যাকাণ্ডের। কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রথম থেকেই তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ করছে মৃত চিকিৎসকের পরিবার, আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে পথে নামছে সিপিআইএম।
এর আগে গত ২ সেপ্টেম্বর বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। লাল বাজারের আগে ফিয়ার্স লেনের কাছেই তাঁদের আটকে দেওয়া হয়। সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। দীর্ঘ ২২ ঘন্টা অপেক্ষার পর সিপির সাথে দেখা করে তাঁকে পদত্যাগ করার জন্য ডেপুটেশন দেন চিকিৎসকরা। এবার সেই একই দাবিতে লালবাজার অভিযান করবে সিপিআইএম।
'বিচারহীন একমাস!' - এই স্লোগানকে সামনে রেখেই আগামী ৯ সেপ্টেম্বর লালবাজার অভিযান করবে সিপিআইএম। ধর্মতলার লেনিন মূর্তি থেকে মিছিল শুরু হবে। বিকেল ৩টে থেকে মিছিল শুরু হওয়ার কথা।
পাশাপাশি সিটু, কৃষকসভা এবং খেতমজুর ইউনিয়ন ওইদিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর রাজ্যজুড়ে প্রতিবাদ দিবস পালন করবে। এছাড়া ১২ অথবা ১৩ সেপ্টেম্বর বামফ্রন্ট ফের লালবাজার অভিযানের ডাক দিতে পারে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন