

উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশের কাছে রিপোর্ট চাইলো আদালত। মানিকতলা থানার পুলিশ এই মামলার তদন্ত করছে। আগামী ১ জুনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে মানিকতলা থানার পুলিশকে।
শুক্রবার শিয়ালদহ সিজেএম কোর্টের বিচারক এই মামলার অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট চেয়েছেন। আগামী ১ জুন ফের এই মামলার শুনানি হবে।
প্রসঙ্গত, গত ৭ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সভামঞ্চেই নিজের জনপ্রিয় ছবির সংলাপ আউরে তিনি বলেন, "আমি জাত গোখরো। এক ছোবলেই ছবি।" এরপর একাধিক জনসভায় নিজের ছবির জনপ্রিয় সংলাপগুলো বলেছেন তিনি। যেমন - "মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে।"
গত ৬ মে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য দেওয়ার অভিযোগে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করে উত্তর কলকাতা যুব তৃণমূল। শাসকদলের অভিযোগ, ভোট প্রচার সময় মিঠুন চক্রবর্তীর এইসব মন্তব্য নির্বাচন পরবর্তী হিংসাতে ইন্ধন যুগিয়েছে। একজন তারকা হিসেবে তাঁর এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলেও উল্লেখ করা হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন