“মোদী এবং মমতার মাঝখানে সিইএসসির মত কোম্পানি ব্রীজের কাজ করছে” - মহম্মদ সেলিম

মহামারীর সময়ে গরিব সাধারণ মানুষের বিদ্যুৎ বিল মকুবের দাবী নিয়ে কলকাতায় সিপিআই(এম) কর্মীদের বিক্ষোভ কর্মসূচিতে লাঠি চালায় পুলিশ। এই ঘটনায় আক্রান্ত হন বহু সিপিআই(এম) সমর্থক। পুলিশি লাঠি চালনার প্রতিবাদে শনিবার কলকাতা জুড়ে মিছিল ও সভার ডাক দিয়েছে সিপিআই(এম)।

নাগরিকদের অভিযোগ, মহামারীর সময় বহু মানুষ কাজ হারিয়েছেন, রোজগার হারিয়েছেন। এই সময় বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল মানুষের ওপর অতিরিক্ত বোঝা। মুখ্যমন্ত্রী ও বিদ্যুৎমন্ত্রী তাঁদের প্রতিশ্রুতি রাখেননি।

মূলত বিদ্যুতের দাম কমানো, ২০০ ইউনিটের কম ব্যবহারকারীদের বিদ্যুৎ বিল মকুব প্রভৃতি দাবী নিয়ে এদিন সিইএসসি-র সদর দপ্তর ভিক্টোরিয়া হাউস অভিযানের ডাক দেয় সিপিআই(এম) কলকাতা জেলা কমিটি। কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে মিছিল এসে জড়ো হয় ভিক্টোরিয়া হাউসের সামনে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in