

সোমবার মাদক পাচার কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংকে সিআরপিসি ১৬০ ধারায় সাক্ষী হিসেবে ডেকে পাঠাল কলকাতা পুলিশ। আজ বিকেল ৪টে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও সূত্রের খবর, আজ হাজিরা দেবেন না রাকেশ সিং। তাঁর বদলে তাঁর আইনজীবী আজ বিকেল ৪টেয় লালবাজারে যাবেন। রাকেশ সিং আজ দিল্লি যাচ্ছেন বলে জানা গেছে।
গত ২০ ফেব্রুয়ারি আদালতে তোলার সময় মাদক পাচারে জড়িত সন্দেহে আটক বিজেপি যুবনেত্রী পামেলা গোস্বামী কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ নেতা রাকেশ সিংয়ের নাম তোলেন। নেত্রীর অভিযোগ, প্রতিহিংসা থেকে ওই নেতা তাঁকে ফাঁসিয়েছেন। তাঁকে গ্রেফতার করার দাবিও জানান তিনি।
সোমবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তভার নিয়ে রাকেশ সিংকে তলব করে। ওইদিনই অবশ্য লালবাজারে ই-মেল করে রাকেশ সিং লিখেছেন, কীভাবে পুলিশি হেফাজতে থাকা বিচারাধীন অভিযুক্ত প্রকাশ্যে তাঁর নাম তুলল। পাশাপাশি তিনি পুলিশকে সবরকম সাহায্য করবেন বলে জানিয়ে উল্লেখ করেছেন যে পামেলার সঙ্গে গত দেড় বছর ধরে তাঁর কোনও যোগাযোগ নেই।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন