

কয়লা পাচার কাণ্ডে কয়েকদিন আগে সিবিআইয়ের ম্যারাথন জেরার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এবার তলব পাঠালো ইডি। কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করলো ইডি। আজই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। জানা গেছে ইতিমধ্যেই ইডি অফিসে হাজিরা দিয়েছেন তিনি। নিজের ছোট সন্তানকে নিয়ে সেখানে হাজিরা দিয়েছেন তিনি বলে জানা গেছে।
ইডি সূত্রে খবর, বুধবার নোটিশ পাঠানো হয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে ইডির বিশেষ আধিকারিকরা কলকাতায় পৌঁছেছেন বলে জানা গেছে। এই হাজিরার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। চেকিং ছাড়া কর্মীদেরও ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানা গেছে।
গত ১৪ জুন বাড়িতে এসে দু দফায় দীর্ঘ প্রায় সাড়ে সাত ঘণ্টা ধরে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই আধিকারিকরা। বেআইনি অর্থ পাচারের সাথে তাঁর যোগ রয়েছে বলে জানা গেছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন