

এবার 'খেলা হবে দিবস' পালনের জন্য রাজ্যের ক্লাবগুলিকে ১৫ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করে এমনই জানানো হয়েছে ক্রীড়া দপিররের পক্ষ থেকে।
২০২১ সালে রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর প্রতি বছর ১৬ আগষ্ট রাজ্যে 'খেলা হবে দিবস' পালন করে শাসকদল তৃণমূল। চলতি বছর 'খেলা হবে দিবস' পালনের জন্য রাজ্যের অনুমোদিত ক্লাব গুলিকে ১৫ হাজার করে টাকা দেবে সরকার।
ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ‘ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন’ (আইএফএ) অনুমোদিত ক্লাবগুলিও ওই দিন ‘খেলা হবে দিবস’ পালন করবে। তাদেরও দেওয়া হবে এই ১৫ হাজার টাকার অনুদান।'
নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা এবং ছ’টি পুরনিগমে এই অনুষ্ঠানের আয়োজন করতে হবে। কলকাতা পুরসভার অন্তর্গত ১৪৪টি ওয়ার্ডেও হবে এই কর্মসূচি। ওই দিন সমস্ত ক্লাবগুলিকে ফুটবল-সহ সব ধরনের খেলার আয়োজন করতে হবে।
নির্দেশিকায় বলা হয়েছে, সব ক্লাবগুলিকে ‘খেলা হবে দিবস’ অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক, জেলা পরিষদ সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতি, এসডিও, বিডিও, থানার ওসি, স্থানীয় ক্রীড়া সংগঠক-সহ এলাকার বিশিষ্টজনদের আমন্ত্রণ জানাতে হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন