রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে 'Z' ক্যাটেগরির নিরাপত্তা কেন্দ্রের

বিজেপির প্রাক্তন রাজ‍্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ জেড ক্যাটেগরির নিরাপত্তা পান। এছাড়াও রাজ‍্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জেড ক্যাটেগরির নিরাপত্তা পান।
সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদারফাইল ছবি সংগৃহীত

নতুন রাজ‍্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে জেড ক‍্যাটেগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার। আজ থেকেই এই নিরাপত্তা কার্যকরী হয়েছে। অর্থাৎ এখন থেকে ৩৫ জন নিরাপত্তারক্ষী ঘিরে থাকবে সুকান্ত মজুমদারকে।

গত ১৪ সেপ্টেম্বর দিলীপ ঘোষকে সরিয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে রাজ‍্য সভাপতির পদে নিয়োগ করেছে কেন্দ্রীয় বিজেপি। এর পরের দিন থেকেই পুরোদমে কাজে নেমে পড়েছেন তিনি। কলকাতায় এসে ভবানীপুর উপনির্বাচনে দলীয় প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে প্রচার করছেন তিনি। যা করতে গিয়ে ইতিমধ্যেই দু'বার পুলিশি বাধা সহ একাধিক বাধার সম্মুখীন হয়েছেন তিনি। হাতাহাতিতেও জড়িয়ে পড়েছেন তিনি। তাই সমস্ত দিক বিবেচনা করে তাঁর জন্য জেড ক‍্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করলো কেন্দ্র।

এতোদিন সাংসদ হিসেবে ওয়াই ক‍্যাটেগরির নিরাপত্তা পেতেন সুকান্ত মজুমদার। আজ থেকেই তাঁর জেড ক্যাটেগরির নিরাপত্তা মঞ্জুর‌ হলেও এখনও সমস্ত জওয়ানরা এসে পৌঁছায়নি বলে জানা গেছে। বিজেপির প্রাক্তন রাজ‍্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ জেড ক্যাটেগরির নিরাপত্তা পান। এছাড়াও রাজ‍্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জেড ক্যাটেগরির নিরাপত্তা পান। পরপর দু'বার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটায় সম্প্রতি বিজেপি সাংসদ অর্জুন সিংকেও জেড ক‍্যাটেগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্র।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in