কালীঘাটের কাকু'র ফ্ল্যাটে CBI হানা, তল্লাশি পার্থর প্রাক্তন আপ্ত সহায়ক সহ আরও ৩ জনের বাড়িতে

পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ দু'জনের বাড়িতেও তল্লাশি চালাতে শুরু করেছে সিবিআই। এঁদের মধ্যে একজন বেহালার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার ওরফে ‘ভজা’ এবং অন্যজন তৃণমূল নেতা সন্তু গঙ্গোপাধ্যায়।
কালীঘাটের কাকু'র ফ্ল্যাটে CBI হানা
কালীঘাটের কাকু'র ফ্ল্যাটে CBI হানা

নিয়োগ-দুর্নীতিকাণ্ডের তদন্তে একসাথে চার জায়গায় তল্লাশি সিবিআই-এর। একদিকে 'কালীঘাটের কাকু' অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়ি ও ফ্ল্যাটে হানা দিয়েছে সিবিআই। অন্যদিকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ তিন ব্যক্তির বাড়িতেও তল্লাশি চালাতে শুরু করেছে সিবিআই। এঁদের মধ্যে একজন বেহালার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার ওরফে ‘ভজা’ এবং অন্যজন বেহালার ব্যবসায়ী তথা তৃণমূল নেতা সন্তু গঙ্গোপাধ্যায়।

 এর পাশাপাশি ব্যারাকপুরেও তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকদের একটি দল। বৃহস্পতিবার সকালে ব্যারাকপুরের জগদীশচন্দ্র রোডে আমলা সুকান্ত আচার্যের বাড়িতে হানা দিয়েছে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক ছিলেন সুকান্ত।

‘কালীঘাটের কাকু’র কথা প্রথম প্রকাশ্যে আনেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তাপস মণ্ডল। এরপর অপর এক ধৃত কুন্তল ঘোষের মুখেও তাঁর নাম শোনা যায়। আর এক ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সুজয়কৃষ্ণের লেনদেনের কথা তদন্তের সময় উঠে আসে। এর আগে সুজয়কৃষ্ণকে নিজাম প্যালাসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। আজ তাঁর বেহালার বাড়ি ও ফ্ল্যাটে হানা দিয়েছে সিবিআই।

অন্যদিকে আমলা সুকান্ত আচার্যের বাড়িতে এর আগে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা ইডি। গত বছর ২২ আগস্ট সুকান্তের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। এর একদিন পর, ২৩ আগস্ট পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। এ ছাড়াও বহু বার ইডি এবং সিবিআইয়ের ডাকে যথাক্রমে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এবং নিজাম প্যালেসে হাজির হয়েছেন সুকান্ত। 

অন্য দিকে, বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার ওরফে ‘ভজা’র নামও বারবার উঠে এসেছে নিয়োগ-দুর্নীতিকাণ্ডের তদন্তে। বেহালার লোকনাথ আবাসনে তাঁর একটি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে সিবিআই। 

সকাল ৯ টার সময় চার জায়গাতে তল্লাশি শুরু হয়েছিল। তিন ঘণ্টা পেরিয়ে এখনও চলছে এই তল্লাশি।

বিস্তারিত আসছ...

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in