নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে বাদ CBI অফিসার সোমনাথ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ঘিরে জল্পনা

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'তদন্তের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না CBI অফিসার সোমনাথ বিশ্বাস। কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না তিনি। তাঁর ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করবেন ডিআইজি।'
নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে বাদ CBI অফিসার সোমনাথ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ঘিরে জল্পনা
গ্রাফিক্স - আবু সিনান

নিয়োগ দুর্নীতির তদন্তে CBI-এর কাজে বেজায় অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যার জেরে মঙ্গলবার, সোমনাথ বিশ্বাস নামের এক CBI অফিসারকে তদন্তকারী দল বা 'সিট' (SIT) থেকে সরানোর নির্দেশ দিয়েছেন তিনি। তবে, নির্দিষ্ট করে সরানোর কোনও কারণ উল্লেখ করেননি বিচারপতি গঙ্গোপাধ্যায়।

মঙ্গলবার, প্রাথমিকে (TET) নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেখানেই প্রাথমিকে দুর্নীতির তদন্তের দায়িত্বে থাকা CBI অফিসার সোমনাথ বিশ্বাসের নাম বাদ দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'তদন্তের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না CBI অফিসার সোমনাথ বিশ্বাস। কোনও ফাইল স্পর্শ করতে পারবেন না তিনি। তাঁর ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করবেন ডিআইজি।'

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজির ছিলেন না CBI অফিসার সোমনাথ বিশ্বাস। এপ্রসঙ্গে আদালতে CBI-এর আইনজীবী জানান, তিনি অসুস্থ হওয়ায় আদালতে হাজির থাকতে পারেননি।

জানা যাচ্ছে, CBI-এর ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার হলেন সোমনাথ বিশ্বাস। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে তিনি CBI-এর বিশেষ তদন্তকারী দল বা SIT-এর সদস্য ছিলেন।

রাজ্যের একাধিক মামলার তদন্তের ভার এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর হাতে। নিয়োগ দুর্নীতির তদন্তে CBI-এর উপরেই আস্থা রাখেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার, তিনিই তদন্তের দায়িত্ব থেকে CBI অফিসার সোমনাথকে সরানোর নির্দেশ দিলেন। তাঁর এই নির্দেশ ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে।

নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে বাদ CBI অফিসার সোমনাথ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ঘিরে জল্পনা
BJP-র বিরুদ্ধে লড়াইয়ে সময় বুঝেই TMC পাল্টি খেয়ে যায়, এই সম্পর্কের রহস্য কী? প্রশ্ন ইয়েচুরির
নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে বাদ CBI অফিসার সোমনাথ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ঘিরে জল্পনা
সদ্য হওয়া টেটের OMR শিটও কুন্তলের বাড়িতে, দায় এড়াচ্ছেন পর্ষদ সভাপতি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in