

সাত বছর পর অবশেষে জট কাটল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের। উচ্চ প্রাথমিকে ১৪,০৫২টি পদে নিয়োগের জন্য নতুন মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সেই মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে।
২০১৫ সাল থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঝুলে আছে। হাইকোর্টের নির্দেশে বার বার স্থগিত হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া। ২০২০ সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দেয়। এরপর ২০২৩ সালে প্যানেল প্রকাশের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। সেই সময় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, প্যানেল প্রকাশ করলেও কাউকে নিয়োগের সুপারিশ দিতে পারবে না এসএসসি। গত ১৮ জুলাই এই মামলার শেষ শুনানি ছিল।
বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার রায় ঘোষণা হয়। বেঞ্চ এসএসসিকে নির্দেশ দিয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে ১৪,০৫২ পদে নতুন মেধাতালিকা প্রকাশ করতে হবে।
২০২৩ সালে অভিযোগ ওঠে, শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে ১,৪৬৩ জনকে বাদ দেওয়া হয়। মামলাকারীরা জানান, ওই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ রয়েছে, তা জানানো হয়নি। পরে চার বার তা খতিয়ে দেখে এসএসসি। শেষে ইন্টারভিউ থেকে বাদ পড়েন ৭৪ জন। সে ক্ষেত্রেও সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছিল।
এছাড়া, সংরক্ষণের নীতি না মেনে কাউন্সেলিংয়ের অভিযোগ ওঠে এসএসসির বিরুদ্ধে। তাছাড়া, ওএমআর শিট নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিল আদালত।
হাইকোর্ট জানিয়েছে, বাদ দেওয়া ১,৪৬৩ জনকে যুক্ত করে ওই ১৪,০৫২ জনের মেধাতালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। আগামী চার সপ্তাহের মধ্যে এই কাজ সম্পূর্ণ করতে হবে। পরের চার সপ্তাহে কাউন্সেলিংয়ের কাজ সম্পূর্ণ করতে হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন
