
বৃষ্টির জেরে রাজ্যের একাধিক রাস্তার বেহাল দশা। এবার এই বেহাল রাস্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছে, "রাস্তা সারাইয়ের জন্য অর্থ বরাদ্দ করুন"।
কলকাতার তারাতলা এলাকায় একটি রাস্তার বেহাল অবস্থা নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে ছিল মামলার শুনানি। শুনানিতে ডিভিশন বেঞ্চ রাজ্যের উদ্দেশ্যে বলে, “রাস্তা সারাইয়ের জন্য অর্থ বরাদ্দ করুন। অনেক কিছুতে টাকা খরচ করছেন। সেখানে শুধু টাকা চলেই যাচ্ছে। সঠিক জায়গায় খরচ করুন"।
বিচারপতি সেন বলেন, “জেলার রাস্তাগুলির হাল খুবই খারাপ। এমনকি প্রায়ই সংবাদমাধ্যমে দেখি জেলায় জেলায় রাস্তা খারাপ। সেই রাস্তা দিয়ে রোগী আনা যায় না"। রাজ্যের উদ্দেশ্যে বলেন, “রাস্তার জন্য অর্থ বরাদ্দ করুন। জেলা পরিষদগুলির কাছে এই বার্তা পোঁছে দিন"।
বিচারপরি সেনের পর্যবেক্ষণ, তারাতলা, বজবজের পুরো এলাকা জুড়ে রাস্তার অবস্থা খুবই খারাপ। আগামী দু সপ্তাহের মধ্যে পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। না হলে আদালত স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করবে। বিচারপতি সেন বলেন, “গোটা রাজ্যের রাস্তার অবস্থা নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে জনস্বার্থ মামলা করবে"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন