
২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু পূর্ব মেদিনীপুর জেলাশাসককে নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।
২০০৯ সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ বোর্ডের পরীক্ষকরা নিজেদের আত্মীয়দের চাকরী পাইয়ে দিয়েছেন। এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মৃণালকান্তি মাইতি। সেই মামলায় মঙ্গলবার সমস্ত নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
উল্লেখ্য, এর আগে এই মামলায় শিক্ষা সচিবের কাছে রিপোর্ট চেয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সেই সময় সচিব মামলাকারীর দাবির সত্যতা রয়েছে বলে আদালতে ইঙ্গিত দিয়েছিলেন। গত সেপ্টেম্বরে ২০০৯ সালে মালদাতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্যানেল দেখতে চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহাও।
উল্লেখ্য, ২০০৯ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। ২০১০ সাল থেকে শুরু হয়েছিল নিয়োগ প্রক্রিয়া। ২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল সরকার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন