

অবশেষে সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর প্রত্যাহৃত হল বাস ধর্মঘট। এর আগে আগামী ২৮ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি – তিন দিনের বাস ও মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছিলো বাস মালিকদের সংগঠন। গত রবিবার মালিকপক্ষের বৈঠকের পর কোনো রফাসূত্র না মেলায় এদিন ফের বাস ও মিনিবাস মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
এদিন সরকারপক্ষের সঙ্গে দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকের পর খুশি বাস মালিকদের সংগঠন। তাঁদের বক্তব্য অনুসারে – মালিকদের বেশ কিছু দাবী মেনে নিয়েছে সরকার। এরপরেই তাঁরা প্রস্তাবিত ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রের কাছে ডিজেলে কর কমানোর দাবী জানিয়ে চিঠি পাঠানো হবে। কেন্দ্রীয় সরকার কর কমালে রাজ্যও ডিজেল থেকে কর কমাবে।
এর আগে বাসে উঠলেই ন্যূনতম ১৪ টাকা ভাড়া সহ একাধিক দাবীতে বাস ও মিনিবাস মালিকদের সংগঠন আগামী ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি ৭২ ঘণ্টার বাস ধর্মঘটের ডাক দিয়েছিলো।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন