Buddhadeb Bhattacharjee: বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সংকট এখনও কাটেনি

গতকাল সিটি স্ক্যান সহ একাধিক পরীক্ষা করা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যর। তাঁর ফুসফুসের সংক্রমণ গুরুতর থাকলেও অন্যান্য রিপোর্ট মোটামুটি ভালো বলেই জানা গেছে।
বুদ্ধদেব ভট্টাচার্য
বুদ্ধদেব ভট্টাচার্য ফাইল ছবি সংগৃহীত

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি না হলেও এখনও পর্যন্ত সংকট কাটেনি। এমনটাই জানা গেছে তাঁর মেডিকেল বোর্ড সূত্রে। সোমবার তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বেলা বারোটা নাগাদ আলোচনায় বসবেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

গতকাল সিটি স্ক্যান সহ একাধিক পরীক্ষা করা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যর। তাঁর ফুসফুসের সংক্রমণ গুরুতর থাকলেও অন্যান্য রিপোর্ট মোটামুটি ভালো বলেই জানা গেছে। তাঁকে ভর্তি করার সময় তাঁর শারীরিক অবস্থা যা ছিল সেই তুলনায় এখন তিনি অনেকটাই স্থিতিশীল। যদিও তাঁর সংকট পুরোপুরি কেটে গেছে এমনটা এখনই বলা যাচ্ছে না।

শনিবার গুরুতর অসুস্থ অবস্থায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআইএম নেতাকে আলিপুরের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাঁকে প্রাথমিকভাবে আইসিইউ-তে রেখে চিকিৎসা শুরু হলেও পরবর্তী সময়ে ‘ইনভেসিভ ভেন্টিলেশন’-এ দেওয়া হয়।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in