
সময়ের হিসেবে 'খেটে খাওয়া মানুষের' ব্রিগেড সমাবেশ শুরু হতে আরও এক ঘণ্টা বাকি। যদিও ইতিমধ্যেই ব্রিগেডে ভিড় জমাতে শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে আসা শ্রমজীবী মানুষ। এখনও কোনও বড়ো মিছিল ব্রিগেডে প্রবেশ করেনি। সেই অর্থে জমায়েত এখনও পূর্ণ না হলেও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বহু মানুষ। অপেক্ষায় সমাবেশ শুরুর।
এই মুহূর্তে মূল মঞ্চের নিচে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করছেন বিভিন্ন জেলার শিল্পীরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন