শাহের পরিবর্তে নাড্ডাকে আনার তৎপরতা, রবিবার ডুমুরজলার সভা এবং দলে যোগদান পিছোতে অনিচ্ছুক বিজেপি

জে পি নাড্ডা
জে পি নাড্ডাফাইল ছবি সংগৃহীত
Published on

অমিত শাহের রাজ্য সফর বাতিল হলেও দলবদলের বিষয়টি ফেলে রাখতে চাইছে না রাজ্য বিজেপি। রবিবার ডুমুরজলার সভাতেই বেশকিছু নেতার বিজেপিতে যোগদানের কথা ছিলো। তাই শনিবার ঠাকুরনগরের সভা বাতিল বলে জানানো হলেও রবিবার হাওড়ার ডুমুরজলার সভা এখনও বাতিল ঘোষণা করা হয়নি। ওই সভায় অমিত শাহ না থাকলেও অন্য কোনো হেভিওয়েট নেতাকে দিয়ে সভার কাজ এবং দলে যোগদানের কাজ সেরে ফেলতে চাইছে রাজ্য বিজেপি। সূত্র অনুসারে রাজ্য বিজেপির পক্ষ থেকে ওই সভায় দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে নিয়ে আসার সবরকম চেষ্টা করা হচ্ছে।

সূত্র অনুসারে, রবিবার ডুমুরজলার সভা থেকে বিজেপিতে যোগ দিতে পারেন সদ্য তৃণমূল ত্যাগী বেশ কিছু নেতা। যে তালিকায় নাম শোনা যাচ্ছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, বালীর বিধায়ক বৈশালী ডালমিয়া, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল সহ আরও বেশ তৃণমূল নেতা নেত্রীর। যদিও এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনো নাম প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় দিল্লিতে আবদুল কালাম রোডে অবস্থিত ইজরায়েল দূতাবাস থেকে কিছুটা দূরে এক মৃদু আইডি বিস্ফোরণ হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ঘটনাটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে স্বরাষ্ট্রমন্ত্রক। সম্ভবত সেই বিস্ফোরণের কারণেই আপাতত বাতিল করা হয় অমিত শাহর দুদিনের রাজ্য সফরের কর্মসূচী।

আজ শনিবার এবং আগামীকাল রবিবার – দু’দিন রাজ্যের বিভিন্ন জায়গায় ঠাসা সফরসূচী ছিলো তাঁর। গতকাল রাতেই তাঁর শহরে পৌঁছানোর কথা ছিলো। দু'দিনে একাধিক কর্মসূচী ছাড়াও ঠাকুরনগর এবং ডুমুরজলায় তাঁর জনসভা করার কথা ছিলো।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in