Bhawanipur By-election: ১২ প্রার্থীর মধ্যে সম্পদে এগিয়ে বিজেপি, সম্পদ কমেছে মুখ্যমন্ত্রীর - রিপোর্ট

এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১২ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে দু’জন কোটিপতি। নির্বাচনী হলফনামা অনুসারে দুই প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী মামলা আছে বলে জানা গেছে।
ভবানীপুর কেন্দ্রের তিন প্রার্থী
ভবানীপুর কেন্দ্রের তিন প্রার্থীফাইল ছবি - গ্রাফিক্স নিজস্ব
Published on

আগামী ৩০শে সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১২ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে দু’জন প্রার্থী কোটিপতি। এছাড়াও নির্বাচনী হলফনামা অনুসারে দুই প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারী মামলা আছে বলে জানা গেছে। যার মধ্যে একজনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারী মামলা আছে। এই তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)।

এডিআর-এর ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের তথ্য অনুসারে ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সবথেকে সম্পদশালী। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩,৬৯,৯১,৫৬০ টাকা। তাঁর দেনা আছে ৭২,৩৯,৯৫৩ টাকা। গত মে মাসের তুলনায় তাঁর সম্পদ বেড়েছে প্রায় ১৭,০৯,৬৮১ টাকা।

এই তালিকা অনুসারে দ্বিতীয় সর্বাধিক সম্পদশালী হলেন নির্দল প্রার্থী মলয় গুহ রায়। তাঁর সম্পদের পরিমাণ ২,৮০,৫৮,০২৬ টাকা।

বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী শ্রীজীব বিশ্বাসের মোট সম্পদ ৩২,১০,৮৪০ টাকা এবং দেনার পরিমাণ ৩,৭১,০৫৪ টাকা।

অন্যদিকে হলফনামা অনুসারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদের পরিমাণ ১৫,৩৮,০২৯ টাকা। বিগত মে মাসের নির্বাচনের সময়ের তুলনায় তাঁর সম্পদ কমেছে ১,৩৪,৩২৩ টাকা।

শিক্ষাগত যোগ্যতার হিসেবে স্নাতকোত্তর প্রার্থী ৪ জন। স্নাতক ৩ জন। দশম শ্রেণি পাস ১ জন, অষ্টম শ্রেণি পাস ৩ জন এবং পঞ্চম শ্রেণি পাস ১ জন। ১২ জন প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ৫।

১২ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থী বিগত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যার মধ্যে প্রিয়াঙ্কা টিবরেওয়াল (বিজেপি) এবং স্বর্ণলতা সরকার (ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি) প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এন্টালী কেন্দ্র থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় (টিএমসি) এবং সুব্রত বসু (নির্দল) নন্দীগ্রাম কেন্দ্র থেকে। মঙ্গল সরকার (বহুজন মহা পার্টি) চাঁপদানি কেন্দ্র থেকে এবং আশরাফ আলম (নির্দল) ভবানীপুর কেন্দ্র থেকে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in