
সকাল ৭টা থেকে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হয়েছে ভবানীপুরে। হাই ভোল্টেজ ভবানীপুর উপনির্বাচনে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনজীবী প্রিয়াঙ্কা তিবেরেওবাল। অন্য দিকে CPIM প্রার্থী আইনজীবী শ্রীজিব বিশ্বাস। শুধু এই কেন্দ্রেই রয়েছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই ওই কেন্দ্রের বুথে বুথে ঘুরছেন পুলিশ পর্যবেক্ষক।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন