
এক মাসের মধ্যে এক কোটি। বঙ্গ-বিজেপির নেতাদের সদস্য সংগ্রহের এই লক্ষ্যই বেঁধে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে লক্ষ্যের ধারেকাছেও পৌঁছাতে পারলেন না সুকান্ত-শুভেন্দুরা। আশানুরূপ ফল না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। সদস্য সংগ্রহের সময়সীমা বাড়ালেন তিনি। ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলায় সদস্য সংগ্রহ অভিযান চালানো হবে।
নভেম্বর মাসের মধ্যে বাংলায় এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। কিন্তু ডিসেম্বরের এক সপ্তাহ পরেও সদস্য সংগ্রহের সংখ্যা এখনও পঞ্চাশ লক্ষে পৌঁছায় নি। এই কারণে বঙ্গ বিজেপির নেতাদের উপর অসন্তোষ প্রকাশ করেছেন সুনীল বনসল। সোমবার দিল্লিতে নিজের বাসভবনে বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই এই বিষয়টি উঠে আসে। সূত্রের খবর, এখনও পর্যন্ত ৪০-৪১ লক্ষ সদস্য সংগ্রহ হয়েছে। যাঁদের মধ্যে ৩৫ লক্ষের নাম-ঠিকানা যাচাই করেছে দল।
জানা গেছে, এরপরই ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলায় সদস্য সংগ্রহ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন বনসল। এবিষয়ে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানান, ‘বনসলজী আমাদের কিছু পরামর্শ দিয়েছেন। সদস্য সংগ্রহ অভিযান ৩১ ডিসেম্বর পর্যন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়েছে’। বিজেপি সূত্রে খবর, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার সদস্য সংগ্রহ নিয়ে খুশি নন তিনি। এমনকি রাজ্য বিজেপির পরিস্থিতি খতিয়ে দেখতে ১৫ দিন অন্তর পশ্চিমবঙ্গে আসার সিদ্ধান্ত নিয়েছেন বনসল।
দুর্নীতির অভিযোগে রাজ্যকে কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ রেখেছে নরেন্দ্র মোদী সরকার। রাজ্যের শাসক দল তৃণমূলের দাবি, রাজনৈতিক ভাবে বাংলা দখল করতে না পেরে এখন টাকা বন্ধ করে মানুষের সঙ্গে শত্রুতা করছে কেন্দ্র। ছাব্বিশে বিধানসভা নির্বাচন। নির্বাচনের প্রচারে এই বিষয়টিকে ইস্যু করতে পারে তৃণমূল, সেই আশঙ্কা করে রাজ্যের পাঁচটি অঞ্চল থেকে পাঁচটি বড় মাপের প্রকল্পের পরিকল্পনা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা দেওয়ার জন্য বঙ্গ বিজেপি সাংসদদের নির্দেশ দেন সুনীল বনসল। সোমবারের বৈঠকে সেই নিয়েও আলোচনা করেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন