Babul Supriyo: বিদায় বেলাতেও দিলীপ ঘোষকে ভাষা তোপ বাবুলের

দিলীপ ঘোষের ট্যুইটে বাংলা ভাষার ভুল ধরে আবারও বাবুলের কটাক্ষ, 'আমার বর্ণপরিচয়টা কিন্তু ওনার লাগবে। "ভারতীয় নতুন রাজ্য সভাপতি..." মানে কি??? আবার ভুল বাংলা !!'
দিলীপ ঘোষ এবং বাবুল সুপ্রিয়
দিলীপ ঘোষ এবং বাবুল সুপ্রিয়ফাইল ছবি
Published on

দিলীপ ঘোষকে সরিয়ে বিজেপি রাজ্য সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে বালুরঘাটের সাংসদ ডা সুকান্ত মজুমদারকে। সোমবার সন্ধ্যায় এই খবর প্রকাশ্যে আসার পরই সোশাল মিডিয়ায় নতুন রাজ্য সভাপতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের সেই ট্যুইটে বাংলা ভাষার ভুল ধরে বাবুলের কটাক্ষ, 'আমার বর্ণপরিচয়টা কিন্তু ওনার লাগবে। "ভারতীয় নতুন রাজ্য সভাপতি..." মানে কি??? আবার ভুল বাংলা !!'

একইসঙ্গে রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষের অপসারণ প্রসঙ্গে বাবুলের-এর প্রতিক্রিয়া, 'বিগত কয়েক বছরে বঙ্গ বিজেপির জন্য অনেক খেটেছেন দিলীপ ঘোষ। তাই ওনার আগামী জীবন সুখের হোক এই কামনাই করি।'

এদিন দিলীপ ঘোষ অপসারিত হবার পরেও তাঁকে খোঁচা মারতে ছাড়লেন না বাবুল। নয়া রাজ্য সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলেন দিলীপ ঘোষ। সেই পোস্টে তিনি লেখেন, 'ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্য সভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি।' সেই সোশ্যাল পোস্টের ভাষার ত্রুটি ধরে কটাক্ষ নয়া তৃণমূল কংগ্রেস সদস্যের।

উল্লেখ্য, রবিবারও সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষের বাংলা জ্ঞান নিয়ে প্রশ্ন করে বাবুল বলেছিলেন, 'আমি দিলীপদাকে বিদ্যাসাগরের বর্ণপরিচয় উপহার দেব, বাংলা ভাষাতেই যাতে কথা বলেন কিন্তু কলুষিত যেন না করেন।' সেই বর্ণপরিচয়ের প্রসঙ্গ এদিনও টানেন বাবুল।

অন্যদিকে এদিন রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েই সুকান্ত মজুমদার বললেন, পশ্চিমবঙ্গের তালিবানি শাসনের অবসান ঘটাবেন। দল তাকে যে গুরুদায়িত্ব দিয়েছে তার মতো একজন ছোট নেতা হিসাবে তিনি সবটা দিয়ে সেই দায়িত্ব পালন করবেন।

সোমবার সন্ধ্যায় বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পেতেই বালুরঘাটে নিজের বাড়িতে কর্মীদের আবেগে ভেসে যান সাংসদ সুকান্ত মজুমদার। উপচে পড়ে নেতা কর্মীদের ভিড়।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in