

আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে বিশেষ সাপ্তাহিক ক্যুইজ প্রতিযোগিতার।
দেশ জুড়ে ৭৫তম স্বাধীনতা দিবস উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ এই উপলক্ষ্যে বিশেষ ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।
প্রতি বুধবার ‘স্বাধীনতার অমৃত মহোৎসব ক্যুইজ’ উপলক্ষ্যে শ্রোতাদের সন্ধ্যে ৭ টা ৫০-এর স্থানীয় সংবাদে একটি প্রশ্ন করা হবে। উৎসাহী শ্রোতারা নিজের নাম, ছবি ও ফোন নম্বর সহ জবাব পাঠাবেন amritquiz.rnu@gmail.com ౼ এই ই-মেল আইডিতে।
প্রথম সঠিক উত্তরদাতার জন্য থাকছে একটি পুরষ্কার। প্রশ্ন করার পরের দিন, বৃহস্পতিবার সন্ধ্যে ৭ টা ৫০-এর স্থানীয় সংবাদে ক্যুইজের উত্তর জানানো ছাড়াও জয়ী উত্তরদাতার নাম ঘোষিত হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন