

কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের সাথে বৈঠকে সন্তুষ্ট নন জুনিয়র চিকিৎসকরা। বিনীত গোয়েলের পদত্যাগ সহ ৫ দফা দাবি নিয়ে বিনীত গোয়েলের কাছেই ডেপুটেশন জমা দিলেন চিকিৎসকদের ২২ জনের প্রতিনিধি দল। তবে আগামীদিনেও আন্দোলন জারি রাখার বার্তা দিলেন জুনিয়র চিকিৎসকরা।
২২ ঘন্টা পর ব্যারিকেড খুলে জুনিয়র ডাক্তারদের মিছিলের অনুমতি দেয় কলকাতা পুলিশ। তারপরই চিকিৎসকরা প্রতীকী মেরুদণ্ড, রজনীগন্ধার মালা নিয়ে বিনীত গোয়েলের সাথে দেখা করেন।
প্রায় দেড় ঘন্টা বৈঠক করেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল এবং সিপি বিনীত গোয়েল। বৈঠক শেষে চিকিৎসকরা জানান, আমরা ডেপুটেশন জমা দিয়েছি। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে আলোচনা হয়েছে। কিন্তু আমরা কোনও সদর্থক উত্তর পাইনি। আরজি কর কাণ্ডে পুলিশের যে কাজ তাতে বিনীত গোয়েল নাকি সন্তুষ্ট। কিন্তু তিনি এটাও বলেছেন যে তাঁর উপরে যাঁরা আছেন তাঁরা যদি তাঁকে অপসারণ করেন তা তিনি মেনে নেবেন। কিন্তু তিনি নিজে পদত্যাগ করবেন না।
জুনিয়র চিকিৎসকরা আরও বলেন, 'আমরা লালবাজার থেকে অবস্থান প্রত্যাহার করছি। তবে আমাদের আন্দোলন চলবে। আমরা সিপিকে এটাও বলেছি অপরাধীদের ধরতে পারছেন না আর চিকিৎসকদের আটকানোর জন্য দৈত্যকার ব্যারিকেড তৈরি করতে নির্দেশ দিচ্ছেন। আমরা সন্তুষ্ট নই'।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন