গতকালের পর আজও লোকাল ট্রেন চালানোর দাবিতে রেল অবরোধ সোনারপুরে

সকাল ৭টা থেকে শিয়ালদহের দক্ষিণ শাখায় একাধিক স্টেশনে শুরু হয় অবরোধ। এর জেরে একাধিক স্টেশনে আটকে পড়ে স্টাফ স্পেশাল ট্রেন। রেলকর্মীরা অবরোধ তুলে নেওয়ার দাবি জানালেও নিজেদের দাবিতে অনড় থাকেন তারা।
চলছে বিক্ষোভ
চলছে বিক্ষোভনিজস্ব চিত্র

গতকালের পর আজ ফের রেল অবরোধ সোনারপুরে। লোকাল ট্রেন চালানোর দাবিতে সকাল থেকেই শুরু হয়েছে রেল অবরোধ। রেল লাইনের ওপরে বসেই বিক্ষোভ দেখাচ্ছেন কয়েকশ নিত‍্যযাত্রী। এদিন সোনারপুর ছাড়াও ঘুটিয়ারি শরিফ সহ শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে রেল অবরোধ হয়।

করোনা সংক্রমণ প্রতিরোধে গত মাস থেকে রাজ‍্যে কার্যত লকডাউন জারি রয়েছে। ট্রেন-বাস সহ সমস্ত রকম গণপরিবহন বন্ধ। অপরদিকে সরকারি-বেসরকারি অফিস চালু হয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় গন্তব‍্যে পৌঁছাতে অতিরিক্ত টাকা ব‍্যয় করতে হচ্ছে। এছাড়াও ট্রেন বন্ধ থাকার কারণে রুজিরুটিতেও টান পড়ছে আমজনতার।

এই পরিস্থিতিতে লোকাল ট্রেন চালানোর দাবিতে বুধবারের পর বৃহস্পতিবারও বিক্ষোভ দেখালেন নিত‍্যযাত্রীরা। সকাল ৭টা থেকে শিয়ালদহের দক্ষিণ শাখায় একাধিক স্টেশনে শুরু হয় অবরোধ। এর জেরে একাধিক স্টেশনে আটকে পড়ে স্টাফ স্পেশাল ট্রেন। রেলকর্মীরা অবরোধ তুলে নেওয়ার দাবি জানালেও নিজেদের দাবিতে অনড় থাকেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, অন্ততঃ স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি দিতে হবে তাঁদের। কিন্তু রেলকর্মীরা তাঁদের এই দাবিও মেনে নেয়নি বরং উল্টে জোর করে সোনারপুরে অবরোধকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ।

পূর্ব রেলের দাবি, লোকাল ট্রেন চালাতে প্রস্তুত তারা। কিন্তু রাজ‍্য সরকার অনুমতি দিচ্ছে না এখনো।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in