পূর্ব মেদিনীপুরের অনেকের নাম দেখিয়ে প্রশ্ন করা হয়েছিল - নিয়োগ দুর্নীতিতে কোন দিকে ইঙ্গিত অভিষেকের?

অভিষেক বলেন, "নারদ মামলায় অন্যতম অভিযুক্ত হলেন শুভেন্দু অধিকারী। তিনি এখন এ রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা। সিবিআইয়ের কাছে কি নারদার ফুটেজ নেই ? তাও শুভেন্দুকে ডাকছে না কেন ?’’
সাংবাদিকদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়
সাংবাদিকদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ছবি সংগৃহীত

পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদের সাথে জড়িত নিয়োগ দুর্নীতি কাণ্ডের জড়? সিবিআই দপ্তর থেকে বেরনোর পর অভিষেকের কথাতে সেরকমই ইঙ্গিত মিলেছে।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে শনিবার সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৯ ঘণ্টা ৩৯ মিনিট পর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘বেশ কিছু নাম দেখিয়ে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি এঁদের জানি কিনা। আমি তাঁদের চিনি না। যাঁদের নাম বলা হয়েছিল, তাঁদের ৯০ শতাংশের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার। কেউ কেউ আবার মুর্শিদাবাদের।“

এই প্রসঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি বলেন, “ওই সময় আমাদের দলের তরফে কে দায়িত্বে ছিল ওই দুই জেলায়? সবাই জানে। তাঁকে কেন ডাকা হচ্ছে না?’’

তিনি আরও বলেন, “কুন্তল ঘোষের চিঠির পরিপ্রেক্ষিতে আমাকে এখানে ডাকা হয়েছে। আর সুদীপ্ত সেনের চিঠিতে যাঁদের নাম রয়েছে, তাঁদের তো সিবিআই জেরা করার জন্য ডাকে না। বিজেপি করলে বা বিজেপির তল্পিবাহক হলেই কি সিবিআইয়ের জেরা থেকে ছাড় মেলে। নারদ মামলায় অন্যতম অভিযুক্ত হলেন শুভেন্দু অধিকারী। তিনি এখন এ রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা। সিবিআইয়ের কাছে কি নারদার ফুটেজ নেই ? তাও শুভেন্দুকে ডাকছে না কেন ?’’

অমিত শাহকে নিশানা করে অভিষেক বলেন, ‘‘১৫০ গুণ সম্পত্তি বেড়েছে বলে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল জেলে, আর ১৫০০ গুণ সম্পত্তি বাড়া সত্ত্বেও অমিত শাহের ছেলে জয় শাহ বাইরে! কেন? অমিত শাহ নিজে বলেছিলেন, তাঁকে মোদির নাম বলতে চাপ দিয়েছিল সিবিআই। এরজন্য অমিত শাহকে কি ডেকেছে সিবিআই ? দিল্লির গা-জোয়ারি বরদাস্ত করব না। এই জন্যই সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে।"

সাংবাদিকদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়
এতো শক্তি প্রয়োগ করেও আমার মেরুদণ্ড বাঁকাতে পারছে না - CBI দপ্তর থেকে বেরিয়ে আর কী বললেন অভিষেক?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in