অভিষেক ব্যানার্জীর করা মানহানির মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিশেষ আদালতের সমন

আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় অমিত শাহকে ব‍্যক্তিগতভাবে অথবা আইনজীবীর মাধ্যমে হাজির হওয়ার সমন জারি করেছে আদালতটি।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহফাইল ছবি সংগৃহীত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মানহানির মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হাজিরা দেওয়ার সমন পাঠালো কলকাতার একটি বিশেষ আদালত। আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় অমিত শাহকে ব‍্যক্তিগতভাবে অথবা আইনজীবীর মাধ্যমে হাজির হওয়ার সমন জারি করেছে আদালতটি।

বিধাননগরে অবস্থিত রাজ‍্যের সাংসদ, বিধায়কদের জন্য গঠিত বিশেষ আদালত আজ এই সমন জারি করেছে। বিচারক নির্দেশ দিয়েছেন, ব‍্যক্তিগতভাবে বা আইনজীবীর মাধ্যমে অমিত শাহকে আদালতে উপস্থিত হয়ে ভারতীয় দন্ডবিধির ৫০০ ধারায় দায়ের করা মানহানির মামলার জবাব দিতে হবে।

একটি প্রেস নোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, ২০১৮ সালের ১১ আগস্ট কলকাতার মেয়ো রোডে বিজেপির একটি অনুষ্ঠানে অমিত শাহ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের প্রেক্ষিতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

বিজেপির রাজ‍্য দফতর ৬ মুরলীধর সেন লেনে এই সমন পাঠানো হয়েছে। তবে এই সমনের জবাবে অমিত শাহ আদালতে হাজিরা দেবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in