আর জি কর কান্ডের প্রতিবাদে স্বাস্থ্যভবন অভিযান চিকিৎসকদের, ভিতরে গেল প্রতিনিধি দল, বাইরে অবস্থান

People's Reporter: স্বাস্থ্য ভবনে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলবে চিকিৎসকদের প্রতিনিধি দল। তাঁদের দাবি, আর জি কর অভিভাবক শূন্য। তাঁরা অভিভাবক চায়।
চিকিৎসকদের স্বাস্থ্যভবন অভিযান
চিকিৎসকদের স্বাস্থ্যভবন অভিযান নিজস্ব চিত্র
Published on

স্বাস্থ্য ভবন পৌঁছালো চিকিৎসকদের মিছিল। মিছিল শেষে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। অন্যদিকে, স্বাস্থ্য ভবনের ভিতরে ঢুকেছে চিকিৎসকদের প্রতিনিধি দল। পুলিশ তাঁদের ভিতরে নিয়ে গেছে বলে জানা গেছে। স্বাস্থ্য কর্তাদের হাতে ডেপুটেশন জমা দেবে ওই প্রতিনিধি দল।

জানা যাচ্ছে, স্বাস্থ্য ভবনে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলবে চিকিৎসকদের প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে রয়েছে ২৫ জন চিকিৎসক। আরজি কর মেডিক্যাল কলেজের প্রতিনিধিরাই বেশি থাকছেন। অন্যান্য মেডিক্যাল কলেজের কয়েক জনও রয়েছেন দলে।

অন্যদিকে, স্বাস্থ্য ভবনের সামনে সেক্টর-৫ -এ ধর্ণায় বসেছেন চিকিৎসকরা। তাঁদের দাবি, আর জি কর অভিভাবক শূন্য। তাঁরা অভিভাবক চায়। মিছিল থেকে ঘোষণা করা হচ্ছে, ‘‘অনেকে আমরা একসঙ্গে এসেছি। আমরা প্রথম থেকেই শান্তিপূর্ণ মিছিল করেছি। এখনও শান্তিপূর্ণ ভাবে সব করতে চাই।’’ 

তাঁদের দাবি, আর জি করের নতুন অধ্যক্ষ সুহৃতা পালের পদত্যাগ। অভিযোগ, নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে অধ্যক্ষের সঙ্গে দেখা করা যাচ্ছে না। কারণ তিনি আর জি করে আসছেন না। স্বাস্থ্য় ভবন থেকে দায়িত্ব সামলাচ্ছেন। 

আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে বুধবার স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের এই কর্মসূচিতে সামিল হয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা কর্মসূচিতে সমর্থন জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস।

সিজিও কমপ্লেক্সের বাইরে থেকে শুরু হয় এই মিছিল। মিছিলে সামিল হয়েছেন প্রচুর চিকিৎসকরা। সিজিও সামনে থেকে মিছিল শুরুর কারণ হিসাবে চিকিৎসকরা জানিয়েছেন, সিবিআই এই ঘটনার তদন্ত চালাচ্ছে। তদন্তে যাতে গতি বৃদ্ধি পায়। এছাড়া, তদন্ত এখন কোন পর্যায়ে তা-ও জানানোর দাবি উঠছে জমায়েত থেকে। সেকারণে সিজিও থেকে এই মিছিল শুরুর সিদ্ধান্ত আন্দোলনকারীদের।  

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in