রেনেসাঁ-র প্রাণপুরুষরা হাতবদল হয়ে চোরদের থেকে ডাকাতদের হাতে - সূর্যকান্ত মিশ্র

রেনেসাঁ-র প্রাণপুরুষরা হাতবদল হয়ে চোরদের থেকে ডাকাতদের হাতে - সূর্যকান্ত মিশ্র
সূর্যকান্ত মিশ্রের ট্যুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত

নবজাগরণের প্রাণপুরুষরা হাতবদল হয়ে চোরদের হাত থেকে ডাকাতদের হাতে গিয়ে পড়েছে। মানুষই তা পুনরুদ্ধার করবে। সোমবার এক ট্যুইট বার্তায় একথা জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর ট্যুইটের সঙ্গে তিনি রাজ্য রাজনীতির সাম্প্রতিক দুটি ছবিও জুড়ে দিয়েছেন।

নিজের ট্যুইটের সঙ্গে যে দুটি ছবি এদিন মিশ্র পোস্ট করেছেন তার একটি কিছুদিন আগের। যেখানে বিখ্যাত কিছু বাঙালি ব্যক্তিত্বের ছবির একটি ফ্লেক্স দেখা যাচ্ছে। ‘ফেমাস বেঙ্গলী লিজেন্ডস’ শীর্ষক ওই ফ্লেক্সে ছবি আছে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, জগদীশ চন্দ্র বসু, সুকুমার রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজী সুভাষচন্দ্র বসু, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিধানচন্দ্র রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্য ছবিটিতে দেখা যাচ্ছে ওপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি এবং তার নীচে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লাইন ড্রয়িং। যা স্বরাষ্ট্রমন্ত্রীর বোলপুর সফরের সময় বিজেপির পক্ষ থেকে লাগানো হয়েছিলো বলে জানা গেছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in