

চালুনি আবার ছুঁচের বিচার করে। চোরের মায়ের বড় গলা। দলে থেকে ব্ল্যাকমেলিং করা যাবে না। ঠিক এই ভাবেই বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন অরূপ রায়। শনিবার অরাজনৈতিক অনুষ্ঠান থেকে দলের বিরুদ্ধে ঘুরপথে মন্তব্য করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন তার বিরুদ্ধেই সোচ্চার হয়েছেন অরূপ রায়। রাজীব বন্দ্যোপাধ্যায় মন্তব্যের পর রবিবার উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টার পড়ে। এরপরেই নড়েচড়ে বসেন অরূপ রায়।
সূত্রের খবর, উত্তর কলকাতায় যে সব এলাকায় পোস্টার দেওয়া হয়েছে, সেগুলি আমজনতার চোখের সামনেই। এই পোস্টার টাঙানো নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কারা এই পোস্টার লাগিয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন।
শনিবার অরাজনৈতিক সভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, যোগ্য মানুষরাই এখন রাজনীতিতে সম্মান পাচ্ছেন না। কাজ করার সুযোগ পাচ্ছেননা। রাজনীতিতে গণতন্ত্রই আসল বিষয়। এই বিষয়টি মেনে নিতে পারেননি অরূপ রায়। তিনি নাম না করে কটাক্ষ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে। যদিও কলকাতা পুর নিগমের বর্তমান প্রশাসক ফিরহাদ হাকিম বলেছেন, রাজীব দলেই আছেন। দলেই থাকবেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন