

দিলীপ ঘোষ যতই বলুন, পশ্চিমবঙ্গ কখনও গুজরাট বা বাংলাদেশ হবে না। দিলীপ ঘোষের 'বাংলাকে গুজরাটে পরিণত করা' মন্তব্য প্রসঙ্গে আজ মুখ খুলে একথা বললেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম।
সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, দিলীপ ঘোষ প্রতিদিন নতুন একটা করে কথা বলেন। আদতে পশ্চিমবঙ্গকে বিজেপি, দক্ষিণপন্থীরা বলছে গুজরাট বানাবে। ইসলামোফোবিয়া তৈরি করতে চাইছে। তৃণমূল এখানকার এমন একটা অবস্থা করেছে যার ফলে তাঁরা এখানকার মানুষকে ভুল বোঝানোর জন্য বাংলাদেশকে টেনে নিয়ে আসছে।
বাম নেতার কথায়, বাংলাদেশ আমাদের বন্ধুদেশ। স্বাধীন আলাদা দেশ। সেখানকার মৌল্বাদীরা যদি বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তান না বানাতে পারে তাহলে এখানকার মৌলবাদী, বিজেপি, দক্ষিণপন্থীরা তাঁরা পশ্চিমবঙ্গকে গুজরাট বানাতে পারবে না। পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ থাকতে দিন। এখানকার যে সম্প্রীতির ইতিহাস আছে তা বজায় রাখতে দিন।
তিনি আরও বলেন, এখানে কৃষকের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, বেকারি সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, শ্রমিকের সমস্যা নিয়ে আলোচনা করছে, শিক্ষা স্বাস্থ্য নিয়ে আলোচনা হচ্ছে সেটাকে গুলিয়ে দিতে এরা সবসময় হিন্দু মুসলিম করতে চায়।। ফোবিয়া তৈরি করতে চায়। ভয়ের বাতাবরণ তৈরি করে গৃহযুদ্ধের আবহ তৈরি করতে চায়। পশ্চিমবঙ্গ গুজরাটও হবে না। পশ্চিমবঙ্গ বাংলাদেশও হবে না। তবে দিলীপ ঘোষকে হয় রাঁচি অথবা আগ্রার মেন্টাল হসপিটালে পাঠাতে হবে। দিলীপ ঘোষের মাথা যদি ঠিক থাকে তাহলে আমরা পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা পুনঃস্থাপন করার জন্য যে আন্দোলনে শামিল হয়েছি তাতে সফল হব।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন