ক্ষমতায় এসেই সৌমিত্রবাবুকে বিভিন্ন পদ থেকে সরিয়ে দিয়ে এখন নাটক করছে তৃণমূল: অধীর চৌধুরী

প্রয়াত অভিনেতার কন্যা পৌলমী বসুর সঙ্গে অধীর চৌধুরী
প্রয়াত অভিনেতার কন্যা পৌলমী বসুর সঙ্গে অধীর চৌধুরী ছবি সংগৃহীত

না ফেরার দেশে চলে গিয়েছেন রুপালি পর্দার অপু। তাঁর শেষ যাত্রায় অংশ নিয়েছিলেন রাজনৈতিক মহলের একাধিক অংশ। কিন্তু তার কিছু সময় কাটতে না কাটতে অভিনেতার মৃত্যুতে এসে পড়েছে রাজনীতি।

বুধবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের গল্ফগ্রীণের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করলেন প্রদেশকংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন অভিনেতার বাড়ির সামনে থেকে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন তিনি। অভিনেতার কন্যা পৌলমী বসুর সঙ্গে কথাও বলেন তিনি। তিনি জানান, সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আসতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেছেন।

এদিন প্রয়াত কিংবদন্তি অভিনেতার বাড়ি থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে বলেন, তৃণমূল ক্ষমতায় এসেই সৌমিত্রবাবুকে একাধিক পদ থেকে সরিয়ে দিয়েছিল। তাঁর মতো শিল্পীকে অবজ্ঞা করে দূরে সরিয়ে রাখা হয়েছে। অথচ তাঁর মৃত্যুর পর তাঁর মরদেহ নিয়ে নাটক করা হল।

রাজ্য সরকারকে কটাক্ষ করার পাশাপাশি অভিনেতার জন্য একটি অডিটোরিয়াম করার আবেদন জানান অধীর চৌধুরী। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে একটি চেয়ার সংরক্ষণ করারও আবেদন জানিয়েছেন তিনি।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in