বকেয়া DA-র দাবিতে অনশন, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ২ সরকারী কর্মী

একের পর এক কর্মী অসুস্থ হলেও পিছু হটতে নারাজ অনশনকারীরা। তাঁদের দাবি, যতদিন না সরকার বকেয়া ডিএ মেটাচ্ছে ততদিন অনশন চলতে থাকবে।
ফাইল ছবি
ফাইল ছবি

সোমবারের পর ফের মঙ্গলবারেও বকেয়া ডিএ-র দাবিতে অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক অনশনকারী। অসুস্থ ব্যক্তিকে ভর্তি করা হয়েছে এসএসকেএম-এ।

বকেয়া ডিএ-র দাবিতে পথে নেমেছে সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। এমনকি বিদ্যালয়, অফিস, আদালতের কর্মীরাও কর্মবিরতিকে দাবি আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। শহিদ মিনারের ধর্না মঙ্গলবার পঞ্চম দিনে পড়েছে। এরই মধ্যে ধর্মতলার ধর্না মঞ্চে ফের অসুস্থ পড়লেন এক অনশনকারী সরকারি কর্মী। বর্তমানে তিনি পিজিতেই ভর্তি রয়েছেন। সোমবার রাতে এক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকে প্রথমে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় আর এন টেগোর হাসপাতালে স্থানান্তরিত করতে হয়।

একের পর এক কর্মী অসুস্থ হলেও পিছু হটতে নারাজ অনশনকারীরা। তাঁদের দাবি, যতদিন না সরকার বকেয়া ডিএ মেটাচ্ছে ততদিন অনশন চলতে থাকবে। প্রয়োজনে লাগাতার কর্মবিরতি পালন করবেন তাঁরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও অংশগ্রহণ করবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন।

আন্দোলনরত এক আন্দোলনকারী বলেন, সংগ্রামী যৌথ মঞ্চের সকলে এক সিদ্ধান্তে অনড়। আমাদের দুটি দাবি না মেটা পর্যন্ত এই অনশন চলবে। আমাদের অবিলম্বে ডিএ দিতে হবে। না হলে সবরকম ভাবে সরকারের সাথে আমরা অসহযোগিতা করব। এরপরে সরকারের প্রতিটা দপ্তরের কর্মীরা দুর্নীতির তথ্য তুলে ধরবেন। মঙ্গলবার ও বুধবার সরকারকে ডিএ মেটানোর জন্য আবেদন করা হয়েছে।

দু'দিনের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে কর্মবিরতি পালন করব। এখনও নির্দিষ্ট দিন ধার্য করা হয়নি কর্মবিরতির। তাছাড়া বকেয়া ডিএ না মেটালে ভোটকর্মীর দায়িত্বও তাঁরা পালন করবেন না। এই ইস্যুতে নির্বাচন কমিশন ও মুখ্যসচিবকেও চিঠি দেন আন্দোলনকারীরা।

ফাইল ছবি
UP: যোগীরাজ্যে উচ্ছেদের নামে গৃহবন্দি মা-মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in