Uttar Pradesh: 'রাম মন্দির'কে হাতিয়ার করেই যোগীর প্রচার শুরু, নির্বাচনে মেরুকরণই হাতিয়ার BJP-র

সভাতে তিনি বলেন, 'কেউ রামমন্দির তৈরি করতে গেলে উনি (অখিলেশ যাদব) তাদের গুলি করতেন।'
Uttar Pradesh: 'রাম মন্দির'কে হাতিয়ার করেই যোগীর প্রচার শুরু, নির্বাচনে মেরুকরণই হাতিয়ার BJP-র
ফাইল চিত্র
Published on

আগামী বছরের শুরুতে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার শুরু করে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। তাঁর প্রচারের হাতিয়ার সেই রাম মন্দিরই। তিনি প্রশ্ন তুললেন, রামমন্দির তৈরি হওয়ায় আপনারা কি খুশি? কংগ্রেস কি এই মন্দির তৈরি করবে? বসপা অযোধ্যায় রামমন্দির নির্মাণ করত?

বুধবার মথুরার সভায় যোগী সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, বসপা প্রধান মায়াবতীকে নানাভাবে কটাক্ষ করেন। সব শেষে বলেন, 'কেউ রামমন্দির তৈরি করতে গেলে উনি (অখিলেশ যাদব) তাদের গুলি করতেন।' তারপর যোগী যোগ করেন, 'রামমন্দির তৈরি হওয়ায় আপনারা কি খুশি?'

অখিলেশ যাদবকে বরাবর আক্রমণ শানিয়ে এসেছেন যোগী। কখনও 'আব্বাজান' মন্তব্য, আবার কখনও বা 'জিন্নাহ' সম্পর্কে অখিলেশের মন্তব্যকে কটাক্ষ করেছেন যোগী। তিনি এও দাবি করেন – ভোটব্যাঙ্কের জন্য অখিলেশ যাদব অনেক ‘সন্ত্রাসীর’ বিরুদ্ধে মামলা প্রত্যাহারও করেছিলেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই অখিলেশ যাদবকে 'লাল টুপিওয়ালা' বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লাল টুপিকে তিনি 'রেড অ্যালার্ট' বলেও মন্তব্য করেন। মোদি বলেছেন, 'লাল টুপিরা সন্ত্রাসবাদীদের কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য সরকার গঠন করতে চায়।'

তবে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রাম মন্দির, সাম্প্রদায়িক মেরুকরণই যে বিজেপির তুরুপের তাস - তা এক প্রকার নিশ্চিত। শুধু আযোধ্যার রাম মন্দির নয়, মথুরাতেও মন্দির নির্মানের কথা উঠে আসছে নির্বাচনী প্রচারে। কিছুদিন আগে উত্তরপ্রদেশ সরকারের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য টুইট করেন, ‘অযোধ্যা আর কাশীতে মস্ত মন্দির তৈরি হচ্ছে, এর পরে পালা মথুরার।’

Uttar Pradesh: 'রাম মন্দির'কে হাতিয়ার করেই যোগীর প্রচার শুরু, নির্বাচনে মেরুকরণই হাতিয়ার BJP-র
Uttar Pradesh: বিধানসভা নির্বাচনে বিজেপির তুরুপের তাস সেই 'রাম মন্দির'ই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in