

১০ বছর পুরনো জমি জালিয়াতি মামলায় বিজেপি শাসিত কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। আদালত আজ এই মামলার ওপর স্থগিতাদেশ জারি করেছে।
ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অভিযোগ, করদাতাদের বিশাল ক্ষয়ক্ষতি করে সরকারের ২৪ একর জমি বেআইনিভাবে বেসরকারি সংস্থাদের মধ্যে বরাদ্দ করেছেন তিনি। এই জমিটি ২০০৬ সালে বেঙ্গালুরুতে একটি হার্ডওয়্যার পার্ক স্থাপনের জন্য সরকারের নিয়ন্ত্রণাধীন কর্ণাটক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভেলপমেন্ট বোর্ড কর্তৃক অধিগ্রহণ করা হয়েছিল।
২০১২ সালে ইয়েদুরাপ্পা এবং এক প্রাক্তন মন্ত্রী কাট্টা সুব্রামান্য নাইডুর বিরুদ্ধে চার্জশিট ফাইল করেছিল করাপশন ওয়াচডগ কর্ণাটক লোকায়ুক্ত। গত মাসে কর্ণাটক হাইকোর্ট একটি বিশেষ আদালতকে এই চার্জশিটের ভিত্তিতে অভিযোগগুলোর নোট নিতে এবং তা নিয়ে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করলো আজ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন