শুধু CPI(M) নয়, আমাদেরও সাধারণ সম্পাদক ইয়েচুরি - দাবি কংগ্রেস নেতা জয়রাম রমেশের

সীতারাম ইয়েচুরির সামনে রমেশ বলেন, 'উনি শুধু সিপিআইএমের সাধারণ সম্পাদক নন, উনি কংগ্রেসেরও সাধারণ সম্পাদক। কখনও কখনও ওঁর প্রভাব সিপিআইএমের থেকেও কংগ্রেসের অন্দরে বেশি প্রতিভাত হয়।'
ইয়েচুরিকে কংগ্রেসের সম্পাদক হিসেবে বর্ণনা জয়রাম রমেশের
ইয়েচুরিকে কংগ্রেসের সম্পাদক হিসেবে বর্ণনা জয়রাম রমেশেরছবি সংগৃহীত
Published on

শুধু সিপিআই(এম) নয়, কংগ্রেসেরও সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। শনিবার, দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে এমনই দাবি করেছেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh)।

এদিন, ইয়েচুরিকে 'Two-in-One' সাধারণ সম্পাদক হিসাবে অভিহিত করেন রমেশ। তিনি বলেন, 'আমি কোনও গোপনীয়তা প্রকাশ করছি না। আমি প্রায়শই সীতারাম ইয়েচুরিকে টু-ইন-ওয়ান সাধারণ সম্পাদক বলি।'

মঞ্চে উপস্থিত থাকা সীতারাম ইয়েচুরির সামনে রমেশ বলেন, 'উনি শুধু সিপিআইএমের সাধারণ সম্পাদক নন, উনি কংগ্রেসেরও সাধারণ সম্পাদক। কখনও কখনও ওঁর প্রভাব সিপিআইএমের থেকেও কংগ্রেসের অন্দরে বেশি প্রতিভাত হয়।'

এরপরেই, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা (D Raja)-র সঙ্গেও কংগ্রেসের সম্পর্কের কথা শোনান জয়রাম রমেশ। তিনি বলেন, 'এই একই কথা কমরেড রাজা সম্পর্কেও বলা যেতে পারে। রাজার রাজনীতির সঙ্গে কংগ্রেসের মূল বক্তব্যের কোনও ফারাক নেই। ওঁকেও আমরা সুজন মনে করি। সংসদে আমরা এক সঙ্গে লড়াই করেছি। এখন উনি সাংসদ না থাকলেও রাজনৈতিক সম্পর্ক অটুট আছে।' ডি রাজাও ওইসময় মঞ্চে উপস্থিত ছিলেন।

এখানেই থেমে না থেকে, কংগ্রেসে নেতা রমেশ বলেন, 'কংগ্রেস হল মধ্য-বাম, তবে বাম দল নয়। আমরা ডানদিকে সংকেত করি এবং মাঝে মাঝে বাম দিকে ঘুরি। কখনও কখনও, আমরা বামে সংকেত করি এবং ডানদিকে ঘুরি - এটিও ঘটেছে।'

'তবে আমরা বাম দল নই। আমরা মধ্যবর্তী অবস্থানে আছি। এটাই কংগ্রেসের শক্তি। মধ্যবর্তী এই অবস্থানের কারণে কংগ্রেস বিভিন্ন মতাদর্শকে এক ছত্রছায়ায় আনতে সক্ষম হয়েছে। কিন্তু, আমাদের একটি সহজাত আবেদন আছে, বামপন্থী দলগুলির সাথে সহজাত সম্পর্ক রয়েছে', জানান জয়রাম রমেশ।

এদিন, নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করার ডাক দেন সীতারম ইয়েচুরি সহ বিভিন্ন বাম-কংগ্রেস নেতারা।

বিজেপি সরকারকে কটাক্ষ করে ইয়েচুরি বলেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণকে একটি সরকারি প্রকল্প হিসাবে দেখছে মোদী সরকার।

ইয়েচুরিকে কংগ্রেসের সম্পাদক হিসেবে বর্ণনা জয়রাম রমেশের
ভুল হয়ে গেছে! অফিসারকে শোকজ করে ৩ দিনের মধ্যেই রামদেবের ওষুধে নিষেধাজ্ঞা তুলে নিল BJP সরকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in