

যৌন হেনস্থায় অভিযুক্ত ভারতীয় কুস্তি ফেডারেশনের (WFI) সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-এর গ্রেফতারির দাবিতে দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন দেশের খ্যাতনামা কুস্তিগীররা। অন্যদিকে, নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন WFI সভাপতি।
এই পরিস্থিতিতে বিজেপি সভাপতি ব্রিজ ভূষণের বিরুদ্ধে সুর চড়িয়ে নারকো টেস্টের (Narco Test) দাবি জানিয়েছেন অলিম্পিক্স পদক বিজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক (Sakshi Malik)।
বুধবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংকে নারকো টেস্ট করানোর জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি। আমরাও এই পরীক্ষার জন্য প্রস্তুত। তারপরই সত্য সামনে আসবে। কে দোষী, কে নির্দোষ - তা প্রমাণিত হয়ে যাবে।’
একইসঙ্গে, অলিম্পিক্স পদক জয়ী আর এক কুস্তীগির বজরং পুনিয়া (Bajrang Punia) বলেন, 'কেন্দ্রীয় সরকারের নির্দেশে কুস্তি ফেডারেশনের জন্য একটি অ্যাড হক কমিটি গঠন করেছে আইওএ (IOA)। আমরা চাই, আইওএ-এর এই অ্যাডহক কমিটির অধীনে সমস্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হোক। যদি দেখা যায়, এক্ষেত্রেও WFI প্রধান কোনোভাবে জড়িত থাকেন, তাহলে আমরা এর বিরোধিতা করব।’
এই সাংবাদিক সম্মেলনের মঞ্চ থেকেই এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী কুস্তিগীর ভিনেশ ফোগট (Vinesh Phogat) বলেন, 'আমরা রতন টাটাকে অনুরোধ করব কুস্তির পরিকাঠামোর উন্নয়নের জন্য যে অর্থ তিনি প্রদান করেছেন, তা আদৌও সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা - তা খতিয়ে দেখতে।'
আদালতের নির্দেশে গত ২৮ এপ্রিল, WFI সভাপতি ব্রিজ ভূষণের বিরুদ্ধে দুটি FIR দায়ের করেছে দিল্লি পুলিশ। কিন্তু, আর কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। তদন্তও চলছে ধীর গতিতে বলে অভিযোগ। এরই প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার, হাতে কালো ব্যাজ পরে ‘কালা দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে কুস্তিগীররা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন