Winter Session of Parliament: ২৫ নভেম্বর শুরু সংসদের শীতকালীন অধিবেশন, শেষ ২০ ডিসেম্বর

People's Reporter: এদিন কিরেণ রিজেজু জানান, রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু সংসদের শীতকালীন অধিবেশন শুরুর প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।
নতুন সংসদ ভবন
নতুন সংসদ ভবন ছবি - সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর এক্স হ্যান্ডেলের সৌজন্যে
Published on

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে আগামী ২৫ নভেম্বর। সংসদের দুই কক্ষের শীতকালীন অধিবেশন চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু একথা জানিয়েছেন।

এদিন কিরেণ রিজেজু জানান, রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু সংসদের শীতকালীন অধিবেশন শুরুর প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে এক এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) কিরেণ রিজিজু জানান, মাননীয় রাষ্ট্রপতি সরকারের প্রস্তাবে সহমত জানিয়ে সংসদের দুই কক্ষের অধিবেশন শুরুর সম্মতি দিয়েছেন। এই অধিবেশন ২৫ নভেম্বর শুরু হবে এবং শেষ হবে ২০ ডিসেম্বর।

তিনি আরও জানান, ২৬ নভেম্বর সংবিধান দিবসে সংবিধান সদনের সেন্ট্রাল হলে সংবিধানের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠান আয়োজিত হবে।

নতুন সংসদ ভবন
Maharashtra Polls 24: দল বিরোধী কার্যকলাপ! নির্বাচনের আগে ৫ নেতাকে বহিষ্কার উদ্ধব ঠাকরের
নতুন সংসদ ভবন
Siddique Kappan: প্রতি সপ্তাহে হাজিরার প্রয়োজন নেই, সিদ্দিকী কাপ্পানের জামিনের শর্তে 'সুপ্রিম' ছাড়

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in