কংগ্রেসের লোক ভাঙিয়ে কী হবে! ক্ষমতা থাকলে বিজেপির লোক ভাঙাক, তৃণমূলকে আক্রমণ অধীরের

এর আগে অধীর মমতাকে নিশানা করে বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের বিরোধিতা করে বিজেপির সুবিধা করে দিচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর মধ্যস্থতাকারী হয়েছেন।'
অধীর চৌধুরী
অধীর চৌধুরীফাইল চিত্র - সংগৃহীত

তৃণমূল পারলে বিজেপির লোক ভাঙাক। কংগ্রেসের লোক ভাঙিয়ে কী হবে? উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা ললিতেশপতি ত্রিপাঠী তৃণমূলে যোগ দেন । সেই প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, দিদির হয়ে মার্কেটিং করছে প্রশান্ত কিশোর। তিনি কে, কবে কংগ্রেস করেছেন, তাকে ধরে বেঁধে দলে নিয়ে নিচ্ছেন। তৃণমূল করতেই পারে, কিন্তু কংগ্রেসের লোক ভাঙিয়ে কী হবে! ক্ষমতা থাকলে বিজেপির লোক ভাঙিয়ে দেখাক ।'

গোয়ার পর উত্তরপ্রদেশ। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন রাজেশপতি ত্রিপাঠী, ললিতেশপতি ত্রিপাঠী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই যোগদান পর্ব সম্পন্ন হয়। তিনি বলেন, 'কংগ্রেস নয়, উত্তরপ্রদেশে বিজেপির বিকল্প হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।'

যোগদানের পর মমতা বলেন, 'গোয়ায় আজ তৃণমূলকে কর্মসূচি করতে দেওয়া হয়নি। কিন্তু আমাদের আটকানো যাবে না। অখিলেশ আমার ছোট ভাইয়ের মতো। আমরা আমাদের কাজ করব। মানুষের কথা বলবে তৃণমূল কংগ্রেস। প্রাদেশিক দলগুলিকে সঙ্গে নিয়ে আমরা কাজ করতে চাই।'

তৃণমূলের পাখির চোখ গোয়া। আগামী বৃহস্পতিবার ৪ দিনের গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরবেন চলতি মাসের শেষ দিনে। তৃণমূল সূত্রে খবর, সেখানে তাঁর একাধিক দলীয় কর্মসূচি রয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তৃণমূলে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর।

ইতিমধ্যেই, গোয়ায় কাজ শুরু করে দিয়েছে আইপ্যাক। এর আগে অধীর মমতাকে নিশানা করে বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের বিরোধিতা করে বিজেপির সুবিধা করে দিচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর মধ্যস্থতাকারীর কাজ করছেন। যেন ঠিক করে নিয়েছেন দিল্লি আপনাদের, কলকাতা আমাদের। নয়তো তিনি কংগ্রেসের উদ্দেশ্য এমন কথা বলতেন না।'

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in