ভারী বৃষ্টির জেরে বাড়িতে ঢুকেছে গঙ্গার জল! 'আশীর্বাদ' মেনে দুধ-ফুল দিয়ে পুজো সারলেন পুলিশকর্তা

People's Reporter: বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই পুলিশকর্মী প্রয়াগরাজের সাব ইনস্পেক্টর চন্দ্রদীপ নিশাদ। তাঁর বাড়ি দারাগঞ্জ এলাকায়।
ভারী বৃষ্টির জেরে বাড়িতে ঢুকেছে গঙ্গার জল! 'আশীর্বাদ' মেনে দুধ-ফুল দিয়ে পুজো সারলেন পুলিশকর্তা
ছবি - ভিডিও থেকে নেওয়া
Published on

টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন উত্তরপ্রদেশ। নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জল ঢুকেছে এক পুলিশ আধিকারিকের বাড়িতেও। কিন্তু সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন তিনি। বরং মা গঙ্গার আর্শিবাদ মনে করে কখনও ফুলের পাপড়ি ছড়িয়ে, দুধ ঢেলে পুজো দিচ্ছেন। কখনও খালি গায়ে ডুব দিয়ে পুণ্যস্নান করছেন। সম্প্রতি এরকম কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (এর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)

বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই পুলিশকর্মী প্রয়াগরাজের সাব ইনস্পেক্টর চন্দ্রদীপ নিশাদ। তাঁর বাড়ি দারাগঞ্জ এলাকায়। সম্প্রতি নিজের ফেসবুকে এধরণের একাধিক ভিডিও শেয়ার করেছেন তিনি। শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হাতে ঘটভর্তি দুধ এবং ফুল নিয়ে দোতলা থেকে নীচে নেমে এলেন তিনি। বাড়ির সদর দরজা খোলা।

বাড়ির সামনে জল থইথই করছে। জলস্তর একটু বাড়লেই চন্দ্রদীপের বাড়ির ভিতরে প্রবেশ করবে। কিন্তু তাতে বিন্দু মাত্র চিন্তিত নন তিনি। বরং তাঁর দাবি, মা গঙ্গা তাঁর বাড়ির সামনে নিজে এসেছেন, ভাগ্যবান তিনি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের উর্দি পরে জলে দুধ ঢেলে, ফুল ছড়িয়ে পুজো করছেন তিনি। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে চন্দ্রদীপের বাড়ির নীচের তলা জলে ভাসছে। খালি গায়ে সেই জলে বার বার ডুব দিয়ে ‘পুণ্যস্নান’ সারছেন তিনি। রাস্তার মধ্যে সাঁতার কাটতেও দেখা যাচ্ছে তাঁকে। এই ঘটনায় হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in