শপথগ্রহণ: ১৭ জন নতুন মুখ নিয়ে কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার পথ চলা শুরু বিজয়নের

মন্ত্রিসভা থেকে কে কে শৈলজার বাদ পড়া নিয়ে যে সমালোচনা হচ্ছে তাকে গঠনমূলক সমালোচনা হিসেবেই দেখছে কেরল সিপিআই(এম)
শপথ গ্রহণ অনুষ্ঠান
শপথ গ্রহণ অনুষ্ঠান ছবি- অফিসিয়াল পেজ
Published on

আজ কেরলের মুখ্যমন্ত্রী পদে ফের একবার শপথ নিতে চলেছেন পিনারাই বিজয়ন। তাঁর মন্ত্রিসভায় স্থান পেতে চলেছে ১৭টি নতুন মুখ। মোট ২১ সদস্যের মন্ত্রিসভায় ১২ জন সিপিআইয়ের মন্ত্রী ও ১০ জন প্রথম বারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। কেরল বিধানসভার নতুন স্পিকার হতে চলেছেন এমবি রাজেশ। নতুন দলীয় হুইপ হতে চলেছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা। নতুন মন্ত্রীসভা নিম্নলিখিত-

অর্থমন্ত্রী - কেএন বালাগোপাল,

শিল্পমন্ত্রী - পি রাজীব

এলএসজিডি মন্ত্রী- এমভি গোবিন্দন

শিক্ষা ও শ্রমমন্ত্রী- ভি শিবনকুট্টি,

উচ্চশিক্ষা মন্ত্রী- আর বিন্দু

স্বাস্থ্য মন্ত্রী - বীনা জর্জ

মৎস্য ও সংস্কৃতি দফতর- সাজি চেরিয়ান,

পর্যটন ও জনকর্ম দপ্তরের মন্ত্রী- পিএ মহম্মদ রিয়াজ,

অনগ্রসর জাতি উপজাতি উন্নয়ন দপ্তর- কে রাধাকৃষ্ণন,

ক্রীড়ামন্ত্রী- ভি আবদুরহমান,

কৃষিমন্ত্রী- পি প্রসাদ

বিদ্যুৎমন্ত্রী- কে কৃষ্ণাকুট্টি

বন দপ্তর- এ কে শসীন্দরন

কোঅপারেশন ও রেজিস্ট্রেশন মন্ত্রক- ভি এন ভাসাবন

পরিবহন মন্ত্রী- অ্যান্টনি রাজু

বন্দর মন্ত্রক - আহমেদ দেভারকোভিল

আয়কর দপ্তর- কে রাজন

পশুপালন ও দুগ্ধ উন্নয়ন মন্ত্রী - চিঞ্চু রানী

সিভিল সাপ্লাই - জি আর আনিল

জলসম্পদ উন্নয়ন মন্ত্রক- রোসি অগাস্টিন

প্রসঙ্গত, গতকাল পিনারাই সাংবাদিকদের জানান – এলডিএফ সরকারে কাউকেই দ্বিতীয় দফায় মন্ত্রী করা হবে না - এই সিদ্ধান্ত পার্টির। এই সিদ্ধান্ত অনুসারেই নতুন মন্ত্রিসভা থেকে কে কে শৈলজা বাদ পড়েছেন। সরকারে আরও অনেক মন্ত্রী ছিলেন যারা গত দফায় ভালো কাজ করেছিলেন। তাঁরা এবার বাদ পড়েছেন। সেখানে কোনো একজনের জন্য আলাদা নিয়ম হতে পারেনা। তিনি আরও বলেন, মন্ত্রিসভা থেকে কে কে শৈলজার বাদ পড়া নিয়ে যে সমালোচনা হচ্ছে তাকে গঠনমূলক সমালোচনা হিসেবেই দেখছে দল।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in