UP: বৈদিক যুগে বিমানের ধারণা দেন ঋষি ভরদ্বাজ, কৃতিত্ব নেন রাইট ব্রাদার্স: উত্তরপ্রদেশের রাজ্যপাল

People's Reporter: উত্তরপ্রদেশের রাজ্যপাল বলেন, ঋষি ভরদ্বাজ বিমানের ধারণা তৈরি করেছিলেন। কিন্তু বিমান আবিষ্কারের কৃতিত্ব অন্য জাতিকে দেওয়া হয়েছিল। এটি রাইট ব্রাদার্সের আবিষ্কার বলেই সবাই জানেন।
আনন্দীবেন প্যাটেল
আনন্দীবেন প্যাটেলছবি - সংগৃহীত
Published on

বিমানের ধারণা এসেছিল বৈদিক যুগে। ঋষি ভরদ্বাজ প্রথম বিমানের ধারণা দিয়েছিলেন। এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।

সকলেই জানেন ১৯০৩ সালের ১৭ ডিসেম্বর রাইট ব্রাদ্রার্স (উইলবার রাইট এবং অরভিল রাইট) প্রথম বিমান তৈরি করে আকাশে ওড়ান। কিন্তু বিমান আবিষ্কার ঋষি ভরদ্বাজের ধারণা থেকেই হয়েছে বলে দাবি করেন আনন্দীবেন প্যাটেল।

সোমবার লখনউয়ের খোয়াজা মঈনুদ্দিন চিস্তি ভাষা বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের রাজ্যপাল। তখনই রাজ ভবনের একটি বিবৃতি উল্লেখ করে তিনি বলেন, প্রাচীন ভারতের ঋষি ও পণ্ডিতরা অসাধারণ সমস্ত আবিষ্কার করেছেন যা আজও বিশ্বকে উপকৃত করছে।

তিনি আরও বলেন, ঋষি ভরদ্বাজ বিমানের ধারণা তৈরি করেছিলেন। কিন্তু বিমান আবিষ্কারের কৃতিত্ব অন্য জাতিকে দেওয়া হয়েছিল। এটি রাইট ব্রাদার্সের আবিষ্কার বলেই সবাই জানেন।

ঋষি ভরদ্বাজ বৈদিক যুগের একজন বিশিষ্ট 'ঋষি'। হিন্দু মহাকাব্য রামায়ণ এবং মহাভারত উভয়েই তাঁর উল্লেখ রয়েছে।

একাধিক বিজেপি নেতা রাজ্যপালের কথায় সমর্থন জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন রামায়ণে 'পুষ্পক রথে'র কথা উল্লেখ রয়েছে। ফলে তিনি ভুল কিছু বলেননি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in