Uttar Pradesh: 'কর্তব্যে অবহেলা' - উত্তরপ্রদেশের ডিজিপিকে অপসারিত করলো যোগী সরকার

এক সরকারী বিবৃতিতে, সরকারী মুখপাত্র জানিয়েছেন, গোয়েলকে "তার কাজ উপেক্ষা করা, বিভাগীয় কাজে আগ্রহ না নেওয়া এবং দায়িত্ব পালনে অবহেলার জন্য" অপসারণ করা হয়েছে।
অপসারিত ডিজিপি মুকুল গোয়েল
অপসারিত ডিজিপি মুকুল গোয়েলফাইল ছবি সংগৃহীত

উত্তরপ্রদেশের ডিজিপি মুকুল গোয়েলকে তাঁর পদ থেকে অপসারিত করলো যোগী প্রশাসন। বুধবার সন্ধ্যায় এক নির্দেশিকার মাধ্যমে তাঁকে তাঁর পদ থেকে অপসারিত করা হয়েছে। এক সরকারী বিবৃতিতে, সরকারী মুখপাত্র জানিয়েছেন, গোয়েলকে "তার কাজ উপেক্ষা করা, বিভাগীয় কাজে আগ্রহ না নেওয়া এবং দায়িত্ব পালনে অবহেলার জন্য" অপসারণ করা হয়েছে।

প্রসঙ্গত, এমন অভিযোগে এই প্রথম কোনো ডিজিপিকে অপসারণ করা হলো। গোয়েলকে এখন ডিজি সিভিল সিকিউরিটি পদে নিয়োগ করা হয়েছে। গত বছরের জুন মাসে উত্তরপ্রদেশের ডিজিপি পদে নিযুক্ত হয়েছিলেন গোয়েল। নিজের অফিসে এক বছর পূর্ণ করার আগেই এদিন তাঁকে অপসারণ করা হল।

সূত্র অনুসারে, সমাজবাদী পার্টির বিধায়ক আজম খানের বিরুদ্ধে যথেষ্ট আঁটোসাঁটো ভাবে মামলা করতে পুলিশি ব্যর্থতার কারণে তাঁর অপসারণ। যে কারণে সুপ্রিম কোর্টে তিরস্কারের মুখে পড়তে হয়েছে যোগী প্রশাসনকে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in