

করোনা আতঙ্কের মাঝেই কানওয়ার যাত্রার অনুমতি দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এই নিয়ে সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়েছে যোগী সরকার। বিশেষজ্ঞ ও চিকিৎসকরা যখন করোনার তৃতীয় ঢেউ নিয়ে বারবার সতর্কবার্তা দিচ্ছেন তখন কেন কানওয়ার যাত্রার অনুমতি দেওয়া হল, তা জানতে চেয়ে বুধবার যোগী সরকারকে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত।
কানওয়ার যাত্রা নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে আদালত। আদালতের কথায়, যোগী সরকারের এই সিদ্ধান্তে নাগরিকরাও "হতবাক" হয়ে গিয়েছেন।
উত্তরাখণ্ড সরকারকেও এই বিষয়ে নোটিশ পাঠিয়েছে আদালত। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি। যদিও উত্তরাখণ্ড সরকার হিন্দুদের এই উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছে।
এই প্রসঙ্গে বিচারপতি আর এফ নরিমন এবং বিচারপতি বি আর গাওয়াইয়ের যৌথ বেঞ্চ জানায়, "ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন মারফত আমরা জানতে পেরেছি, উত্তরপ্রদেশ সরকার কানওয়ার যাত্রার অনুমতি দিয়েছে। অপরদিকে পূর্ব অভিজ্ঞতা থেকে বোধোদয় হওয়ায়, উত্তরাখণ্ড সরকার এই যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা দুই রাজ্য সরকারের কাছ থেকেই এই বিষয়ে তাদের অবস্থান জানতে চাইছি। দেশের নাগরিকরা পুরোপুরি হতবাক হয়ে পড়েছেন। কী হচ্ছে তা বুঝতে পারছেন না তাঁরা। কারণ অন্যদিকে প্রধানমন্ত্রী তৃতীয় ঢেউ সম্পর্কে বারবার বলছেন আমরা এক বিন্দুও আপোষ করবো না এর সাথে।"
আদালত আরও বলে, "আমরা কেন্দ্র, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সরকারকে নোটিশ দিচ্ছি। ২৫ জুলাই থেকে এই যাত্রা শুরু হওয়ার কথা। আমরা চাই তিন সরকারই দ্রুত তাদের প্রতিক্রিয়া জমা দিক আদালতে। আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে।"
মঙ্গলবার উত্তরপ্রদেশ সরকার জানিয়েছিল, খুব কম সংখ্যক লোক নিয়ে, কঠোরভাবে কোভিড প্রোটোকল মেনে ২৫ জুলাই থেকে কানওয়ার যাত্রা হবে রাজ্যে। এর কয়েকঘন্টা পরেই উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী তাঁর রাজ্যে এই যাত্রা নিষিদ্ধ ঘোষণা করেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন