Uttar Pradesh: চার বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত কাকা গ্রেপ্তার

পুলিশি সূত্র অনুসারে, অভিযুক্ত ব্যক্তি সোমবার সন্ধ্যায় শিশুটির বাড়িতে আসে এবং তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিয়ে যায়। এরপরই নিজের বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে ওই ব্যক্তি।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত
Published on

উত্তরপ্রদেশের বেরিলিতে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল এক ব্যক্তিকে। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিকে ওই শিশুটি ‘কাকা’ বলত এবং নির্যাতিতা শিশুটির বাড়িতে তিনি ঘন ঘন যাতায়াত করতেন। মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশি সূত্র অনুসারে, অভিযুক্ত ব্যক্তি সোমবার সন্ধ্যায় শিশুটির বাড়িতে আসে এবং তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে নিয়ে যায়। এরপরই নিজের বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে ওই ব্যক্তি। পরে অচৈতন্য অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

নির্যাতিতা শিশুটির বাবা একজন শ্রমিক। ঘটনার দিন তিনি শিশুটিকে অনেকক্ষণ বাড়িতে দেখতে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার প্রায় চার ঘন্টা পরে তাকে শিশুটিকে গোপনাঙ্গে আঘাত সহ অর্ধ-সচেতন অবস্থায় তার বাড়ির কাছেই পাওয়া যায়।

নির্যাতিতা শিশুটি পরে অভিভাবকদের কাছে সব কথা বলে এবং তার পরিবারের সদস্যরা অভিযুক্তকে ধরেন। অভিযুক্ত ব্যক্তি কাছেই একটি দোকানে কাজ করতেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের ধারা এবং পকসো আইনের অধীনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

এসএইচও জানিয়েছেন, "আমরা শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠিয়েছি। আপাতত তার অবস্থা স্থিতিশীল। অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।"

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in