

উত্তরপ্রদেশের ফতেপুরের জেলা শাসক অপূর্ব দুবের অসুস্থ গোরুর চিকিৎসার জন্য জেলার চিফ ভেটেরনারি অফিসার (সিভিও) ৬ জন পশু চিকিৎসককে নিয়োগ করলেন। সিভিও-এর এই নির্দেশের কপি আপাতত ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক।
ফতেপুরের সিভিও ডাঃ এস কে তিওয়ারী সম্প্রতি এই নির্দেশ জারি করেছেন। যেখানে তিনি নির্দেশ দিয়েছেন ৬ জন পশু চিকিৎসকদের প্রত্যেককে সপ্তাহে ১ দিন করে জেলাশাসকের অসুস্থ গোরুর চিকিৎসা করতে যেতে হবে।
চিকিৎসকদের আরও নির্দেশ দেওয়া হয়েছে প্রতিদিন দু’বার করে অসুস্থ গোরুর চিকিৎসা করার পর সন্ধ্যে ৬টার মধ্যে সিভিও এস কে তিওয়ারীর কাছে রিপোর্ট জমা করতে হবে। ওই নির্দেশিকায় হুঁশিয়ারি দিয়ে আরও জানানো হয়েছে, কর্তব্যে কোনোরকম গাফিলতি বরদাস্ত করা হবেনা।
- with inputs from IANS
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন