Uttar Pradesh SIR: যোগী রাজ্যে এসআইআর খসড়া তালিকায় বাদ ২ কোটি ৮৯ লক্ষ নাম, শীর্ষে লখনৌ, প্রয়াগরাজ

People's Reporter: ২০২৪ লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশের ভোটার তালিকায় নাম ছিল ১৫ কোটি ৪৪ লক্ষ ৩০ হাজার ০৯২ জনের। খসড়া তালিকায় যা কমে হয়েছে ১২ কোটি ৫৫ লক্ষ ৫৬ হাজার ২৫ জন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথফাইল ছবি সংগৃহীত
Published on

অবশেষে প্রকাশিত হল উত্তরপ্রদেশের এসআইআর-এর খসড়া ভোটার তালিকা। এর আগে তিন দফায় তারিখ পিছোনোর পর মঙ্গলবার ৬ জানুয়ারি এই তালিকা প্রকাশিত হয়েছে। যে তালিকায় বাদ গেছে ২ কোটি ৯৮ লক্ষ ভোটারের নাম। যা প্রায় ১৮.৭০ শতাংশ। ২০২৪ লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশের ভোটার তালিকায় নাম ছিল ১৫ কোটি ৪৪ লক্ষ ভোটারের (১৫ কোটি ৪৪ লক্ষ ৩০ হাজার ০৯২ জন)। খসড়া তালিকায় যা কমে হয়েছে ১২ কোটি ৫৫ লক্ষ (১২ কোটি ৫৫ লক্ষ ৫৬ হাজার ২৫ জন)। নাম আছে ৮১.৩ শতাংশ ভোটারের।

উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নভদীপ রিনওয়া (Navdeep Rinwa) জানিয়েছেন, বাদ যাওয়া ২ কোটি ৯৮ লক্ষ ভোটারের মধ্যে মৃত ভোটার ৪৬ লক্ষ ২৩ হাজার (২.৯৯%)। ডুপ্লিকেট ভোটার ২৫ লক্ষ ৪৭ হাজার (১.৬৫%) এবং স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটারের সংখ্যা ২ কোটি ১৭ লক্ষ (২.৫৭%)। উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৬ মার্চ। যে তালিকা প্রকাশের আগে খসড়া তালিকায় নাম থাকা ১ কোটি ৪০ লক্ষ ভোটারকে তাঁদের নথি নিয়ে শুনানিতে হাজির হতে হবে। ৬ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি পর্ব চলবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে সব থেকে বেশি ১২ লক্ষ নাম বাদ গেছে লখনৌ জেলা থেকে। প্রয়াগরাজ জেলা থেকে বাদ গেছে ১১ লক্ষ নাম এবং কানপুর জেলা থেকে বাদ গেছে ৯ লক্ষ নাম। এছাড়া আগ্রা এবং গাজিয়াবাদ জেলা থেকে বাদ গেছে কমপক্ষে ৮ লক্ষ নাম। মীরাট জেলা থেকে বাদ গেছে ৬ লক্ষ ৬৫ হাজার নাম এবং গোরখপুর জেলা থেকে বাদ গেছে ৬ লক্ষ ৪৫ হাজার নাম।

প্রথমে ঠিক ছিল ২০২৫-এর ১১ ডিসেম্বর এই খসড়া তালিকা প্রকাশিত হবে। পরবর্তী সময়ে ১৫ দিন সময়সীমা বাড়ানো হয় এবং ২৬ ডিসেম্বর তালিকা প্রকাশের দিন স্থির হয়। এরপর জানানো হয়েছিল ৩১ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে এবং সেদিন আরও সময় বাড়িয়ে চলতি বছরের ৬ জানুয়ারি এই তালিকা প্রকাশের দিন নির্ধারিত হয়।

নতুন নিয়ম অনুসারে উত্তরপ্রদেশে এখন থেকে বুথ পিছু ভোটার সংখ্যা হবে ১,২০০, যা আগে ছিল ১,৫০০। নির্বাচন কমিশন সূত্রের খবর অনুসারে এর জন্য উত্তরপ্রদেশ জুড়ে নতুন ১৫,০৩০টি বুথ হবে।

এসআইআর চলাকালীন গত বছরের ১৪ ডিসেম্বর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছিলেন রাজ্যে এসআইআর হলে ৪ কোটি নাম বাদ পড়বে। একইসঙ্গে তিনি আরও জানিয়েছিলেন, বাদ যাওয়া ভোটারদের ৮৫ থেকে ৯০ শতাংশই বিজেপির। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই পাল্টা বক্তব্যে সমাজবাদী পার্টির প্রধান এবং কনৌজের সাংসদ অখিলেশ যাদব জানান, মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন তা সত্যি হলে এর অর্থ হয় বিজেপির এই ভোটাররাই সমস্ত অনিয়ম করেছে। তিনি আরও বলেন, এসআইআর-এর পরে নির্বাচন হলে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in