Uttar Pradesh: মৈনপুরীতে ধর্ষিতা নাবালিকার গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা

উত্তরপ্রদেশের মৈনপুরী জেলায় তিন মাস আগে ধর্ষণের শিকার এক গর্ভবতী নাবালিকাকে জীবন্ত পুড়িয়ে মারা হল। এই ঘটনায় পুলিশ তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীছবি সংগৃহীত
Published on

উত্তরপ্রদেশের মৈনপুরী জেলায় তিন মাস আগে ধর্ষণের শিকার এক গর্ভবতী নাবালিকাকে জীবন্ত পুড়িয়ে মারা হল। এই ঘটনায় পুলিশ তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত নাবালিকার মায়ের মতে, তাঁর মেয়েকে তিন মাস আগে ওই গ্রামেরই অভিষেক নামে একজন ধর্ষণ করেছিল, কিন্তু নির্যাতিতা তার পরিবারের কাছে এই ঘটনা গোপন করে যায়। পরে, মেয়েটির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হওয়ায় ডাক্তারি পরীক্ষা করে দেখা যায় যে সে গর্ভবতী।

এরপরেই ঘটনাটি গ্রাম পঞ্চায়েতকে জানানো হয় এবং ৬ অক্টোবর পঞ্চায়েত অভিযুক্ত ব্যক্তিকে ধর্ষিতা মেয়েটিকে বিয়ে করতে বলে।

পঞ্চায়েতের নির্দেশের পর অভিযুক্তের মা ধর্ষিতা যুবতীকে তাদের বাড়িতে নিয়ে যান এবং তার গায়ে পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দেন।

গুরুতর দগ্ধ অবস্থায় ওই যুবতীকে মৈনপুরীর জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এটাওয়া জেলার সাইফাইতে পাঠানো হয়।

পুলিশ এই ঘটনায় ভারতীয় দন্ডবিধির ৩০৭, ৩৭৬ ধারা এবং POCSO আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছে। অভিযুক্তদের খোঁজ চলছে এবং শিগগিরই তাঁদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ছবি প্রতীকী
Hyderabad Minor Gang-raped: গাড়ির মধ্যে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্ত বিধায়ক-নেতার নাবালক পুত্ররা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in