‘উত্তরপ্রদেশ এখনও মহিলাদের জন্য ১০০% সুরক্ষিত নয়’। সম্প্রতি এমনই মন্তব্য করেছেন সে রাজ্যের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। যোগী রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপালের এই মন্তব্যকে সমর্থন করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
বৃহস্পতিবার রাজভবনে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার সময় সে রাজ্যের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল বলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। তবে রাজ্য মহিলাদের জন্য ১০০% সুরক্ষিত, এখনই তা বলা যাবে না’।
রাজ্যপালের সেই মন্তব্যের নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সেই পোষ্টের ক্যাপশানে এসপি প্রধান লেখেন, ‘১০০% সত্য কথা’।
এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যপাল আরও বলেন, এমন এক দিন আসবে যেদিন রাজ্যের মহিলারা সংসদে বিতর্কে অংশ নেবেন। এবং তাঁদের স্বামীরা বাড়িতে অপেক্ষা করবেন। রাজ্যপালের কথায়, ‘উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসার আগে রাজ্যে মহিলারা বিকেল ৫ টার পর বাড়ি থেকে বেরোতে পারত না। অন্যদিকে, গুজরাটে সেই সময় মহিলারা মধ্যরাতেও অবাধ যাতায়াত করতে পারত’।
রাজ্যপালের দাবি, ‘বর্তমানে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটাই উন্নত। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন, মহিলাদের জন্য নিরাপদ কিনা, আমি বলব, এখনও কাজ বাকি আছে’।
রাজ্যপাল জানান, তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একসঙ্গে কাজ করছেন, যাতে সাধারণ মানুষের সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন