UP: OPS, পে কমিশনের সুপারিশ সহ একাধিক দাবিতে আন্দোলনে নামছেন ১০ লক্ষ সরকারী কর্মচারী

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুশীল পান্ডে বলেন, ‘রাজস্থান এবং ছত্তিশগড় সরকার ‘পুরানো পেনশন স্কিম’ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। উত্তরপ্রদেশ সরকারেরও ওপিএস বাস্তবায়নে কোনো সমস্যা হওয়া উচিত নয়।’
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথফাইল চিত্র - সংগৃহীত

পুরানো পেনশন স্কিম (OPS) ফেরানো, চাকরিতে স্থায়ীকরণ, পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে যোগী রাজ্যে আবার বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন সরকারী কর্মীরা। সূত্রের খবর, আগামী ১৮ মে, রাজ্যজুড়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সরকারী কর্মচারীদের যৌথ মঞ্চ - ‘কর্মচারী শিক্ষক যুক্ত মোর্চা’ (Karmchari Shikshak Sanyukt Morcha)। এতে অংশগ্রহণ করবেন প্রায় ১০ লক্ষ রাজ্য সরকারী কর্মচারী।

‘কর্মচারী শিক্ষক যুক্ত মোর্চা’র সাধারণ সম্পাদক শশী মিশ্র (Shashi Mishra) জানান, ‘আমাদের লক্ষ্য হল আরও ভাল চাকরির দাবি করা। তাই, আমরা বেসরকারীকরণ রোধ এবং চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগের প্রবণতা বন্ধ করার দাবি জানিয়েছি।’

অভিযোগের সুরে তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে কর্মসংস্থান ব্যবস্থাপনাকেই দুর্বল করে দিয়েছে সরকার। জনকল্যাণমুখী কাজ করার পরিবর্তে কাজের ক্ষেত্রগুলিতে নিরাপত্তাহীনতা বৃদ্ধি এবং কাজের অবস্থার অবনতি ঘটাচ্ছে সরকার।’

পুরানো পেনশন স্কিম’ (OPS) ফেরানোর দাবির পাশাপাশি, বিভিন্ন সরকারি বিভাগেরও নিজস্ব কিছু দাবি-দাওয়া রয়েছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারী কর্মচারীদের জন্যেও মহার্ঘ ভাতা (DA)-র দাবি করেছে উত্তরপ্রদেশ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন (MSGEF)

এছাড়া, বিজেপি শাসিত যোগী সরকারের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়িয়েছেন উত্তরপ্রদেশ রোডওয়েজ কর্মীরা। তাঁদের অভিযোগ, মুদ্রাস্ফীতির জেরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। কিন্তু, গত পাঁচ বছরে তাঁদের বেতন বাড়েনি। ফলে চরম বিপাকে পড়েছেন তাঁরা। এমতবস্থায়, বেতন বৃদ্ধি নিয়ে সুর চড়িয়েছে রোডওয়েজ কর্মীরা।

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুশীল পান্ডে (Sushil Pandey) বলেন, ‘ইতিমধ্যে রাজস্থান এবং ছত্তিশগড় সরকার ‘পুরানো পেনশন স্কিম’ বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। সেক্ষেত্রে উত্তরপ্রদেশ সরকারেরও ওপিএস বাস্তবায়নে কোনো সমস্যা হওয়া উচিত নয়।’

তিনি বলেন, ‘সরকার যেভাবে আমাদের উপর এনপিএস চাপিয়েছে তা অগণতান্ত্রিক। সরকার শুধু পাবলিক সেক্টর ইউনিটের বেসরকারিকরণই করছে না, সামাজিক নিরাপত্তার টাকাও শেয়ারবাজার ভিত্তিক সিস্টেমে দিচ্ছে। এটি ধীরে ধীরে সবকিছুকে ধ্বংস করে দেবে।’

একইসঙ্গে, সুশীল বলেন, ‘বর্ধিত কাজের চাপ সামলানোর জন্য নতুন কর্মী নিয়োগের পরিবর্তে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের যে প্রবণতা চলছে, তা গ্রহণযোগ্য নয়। আমরা এই পদক্ষেপগুলি নিয়ে চুপ থাকতে পারি না। তাই এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি।’

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in