

উত্তরপ্রদেশে রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ জন শ্রমিককে পিষে দিল একটি ট্রাক। এই ঘটনায় আরো প্রায় ২৫ জন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে রাজ্যের রাজধানী লখনৌ থেকে ২৮ কিমি দূরে বারাবাঁকি জেলায় রাম সানেহি ঘাট থানার কছে এই দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাম সানেহি থানার কাছে অযোধ্যা-লখনৌ জাতীয় সড়কে একটি দাঁড়িয়ে থাকা বাসের সামনে ঘুমোচ্ছিলেন কয়েকজন শ্রমিক। সেইসময় একটি দ্রুতগামী ট্রাক ওই বাসে সজোরে ধাক্কা মারলে বাসটি শ্রমিকদের ওপর দিয়ে চলে যায়। এই ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২৪ জন।
হরিয়ানা থেকে ওই বাসে করেই ফিরছিলেন এই শ্রমিকরা। এঁদের প্রত্যেকের বাড়ি বিহারে। আহত এক শ্রমিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, "আমরা প্রায় ১৩০ জন হরিয়ানার আম্বালা থেকে বিহার ফিরছিলাম। রাত ৮টার সময় বাসটি আচমকা খারাপ হয়ে যায়। ড্রাইভার আমাদের জানালেন গাড়ি সারাতে সময় লাগবে। তাই আমরা বেশিরভাগই বাস থেকে নেমে পড়ি। অনেকেই বাসের সামনে রাস্তায় শুয়ে পড়েন। কেউ কেউ খাবার খাওয়ার পর গল্প করছিলেন। কয়েক ঘণ্টা পর, প্রায় ১১টার দিকে একটি ট্রাক দাঁড়িয়ে থাকা বাসে পিছন থেকে ধাক্কা দেয়। আর এতোজন মারা গেলেন।"
এক সিনিয়র পুলিশ অফিসার সত্য নারায়ণ সাবত জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র দ্রুত সেখানে উপস্থিত হয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের নীচে থেকে মৃতদেহগুলিও উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিএসপি নেত্রী মায়াবতী, আরজেডি নেতা তেজস্বী যাদব প্রমুখ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন